রবিবার, মে ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

স্নায়ুচাপের ম্যাচে কষ্টের হার!

তামিম ইকবালের দুর্দান্ত থ্রো! মুশফিকুর রহিম ছেড়ে দিলেও বল সরাসরি গিয়ে স্ট্যাম্পেই লাগতো। কিন্তু বলটা ধরে আরও আগেই স্ট্যাম্পে লাগাতে গেলেন! কেন উইলিয়ামসন ক্রিজে পৌঁছার আগে উইকেট ভেঙেও ফেললেন মুশফিক! পুরো স্টেডিয়ামে তখন আনন্দ-উল্লাস! বাংলাদেশের ফিল্ডাররাও কেউ কেউ সেলিব্রেশন করলেন। কিন্তু মুশফিকের মাথায় হাত!

ব্যাপার কি? রিপ্লেতে দেখা যায়, স্ট্যাম্পে বল লাগানোর আগেই মুশফিকের হাত লেগে বেল পড়ে গেছে। কেন উইলিয়ামসন নট আউট।

মুশফিকের ভুলের জন্য নতুন জীবন পাওয়া কিউই অধিনায়ক তৃতীয় উইকেটে রস টেলরকে নিয়ে গড়লেন ১০৫ রানের জুটি। বাংলাদেশ যেন ম্যাচের মোমেন্টামটা হারিয়ে ফেলে তখনই!
এক মিসেই যেন ম্যাচ হাত ছাড়া হয়ে যায়!

তবে দুর্দান্ত একটি ক্যাচ ধরে টম লাথামকে রানের খাতা খোলার আগেই আউট করে সেই মুশফিকই নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করেছিলেন! কিন্তু শেষ রক্ষা হয়নি! স্নায়ুচাপ বাড়িয়ে দিয়ে বাংলাদেশ হেরে যায় ২ উইকেটে।

দলীয় ৩৫ রানে প্রথম উইকেট এবং ৫৫ রানে নিউজিল্যান্ডের ২ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেছিলেন সাকিব আল হাসান।

মুশফিক মিস না করলে ৬১ রানে তৃতীয় উইকেটের পতন হতো কিউইদের। এটিই হতে পারতো জয়ের উপলক্ষ্য! কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের। দারুণ এক সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার পর ম্যাচটাই নাগালের বাইরে চলে যায়।
উইলিয়ামসন নতুন জীবন পেয়েছেন ৮ রানের মাথায়। তারপর খেললেন ৪০ রানের এক ইনিংস।

ক্রিকেট এমনই কখনো কখনো অনেক সুযোগ নষ্ট হওয়ার পরও কিছু হয় না। আবার কখনো কখনো একটি সুযোগ মিসই কাল হয়ে দাঁড়ায়!

প্রথম ম্যাচের মতো এ ম্যাচে ওভালে বাংলাদেশ দল পেয়েছে দর্শকের এক তরফা সমর্থন। কিন্তু এমন সমর্থনও যেন ব্যাটসম্যানের উজ্জীবিত করতে পারেননি। তা না হলে ব্যাটিং স্বর্গে কোনো দল মাত্র ২৪৪ রানে অলআউট হয় নাকি!

বাংলাদেশের স্কোরটা আর একটু বড় হতে পারতো! কিন্তু হয়নি! এবারও সেই মুশফিকের ভুল। তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে তার জুটিটা দারুণ জমে উঠেছিল। ৫০ রান হওয়ার পর হঠাৎই যেন মনোযোগ হারিয়ে ফেলেন মুশি। অযথাই শট রান নিতে গিয়ে রান আউট হয়ে যান! মুশফিক ১৯ রান করতেই খেলেছেন ৩৫ বল। স্টাইকরেট মাত্র ৫৪.২৮।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব শেষ ম্যাচে সেঞ্চুরি ছিল সাব্বির রহমানের। সেটা কিউইদের মাটিতে। তারপরও সাব্বিরের জায়গায় মোসাদ্দেক সুযোগ পেয়েছেন তার হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য। এ ম্যাচে তারও স্টাইকরেট মাত্র ৫০। অর্থাৎ ২২ বলে করেছেন মাত্র ১১ রান। দিনটা খুব বাজে গেছে ‘দ্য ক্ল্যাসিক’ মাহমুদুল্লাহরও। তিনিও ৪১ বল খেলে করেছেন মাত্র ২০ রান।

বাংলাদেশের স্কোর কার্ডের দিকে তাকালে যে কারও আফসোস হওয়ার কথা! প্রথম আট ব্যাটসম্যানের কেউ-ই দুই অঙ্কের ঘরে যাওয়ার আগে আউট হননি। অর্থাৎ সবাই উইকেটে গিয়ে সেট হয়েছেন কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি।

তবে সাকিব আল হাসান ছিলেন সবার থেকে আলাদা। কেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার গতকাল আরও একবার প্রমাণ করলেন। তার ব্যাট থেকেই এসেছে একমাত্র হাফ সেঞ্চুরি। ৬৮ বলে খেলেছেন ৬৪ রানের দারুণ এক ইনিংস। প্রথম ম্যাচেও তিনি ৭৫ রান করেছিলেন। বল হাতেও দুই দুটি উইকেট নিয়েছেন। নিজের ২০০তম ওয়ানডে ম্যাচে দাপট দেখিয়েছেন সাকিব।

দ্বিতীয় সর্বোচ্চ রান ২৯ এসেছে ৮ নম্বরে ব্যাট করতে নামা ব্যাটসম্যান মোহাম্মদ সাইফউদ্দিনের কাছ থেকে। ২৩ বলে তিনি এই স্কোর করেছেন। ইনিংসের একমাত্র ছক্কাটিও এসেছে তার ব্যাট থেকেই।

প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও ব্যাটিংয়ের শুরুটা দারুণ হয়েছে। উদ্বোধনী জুটিতে এসেছে ৪৫ রান। তবে টানা ৫ ম্যাচে উদ্বোধনীতে হাফ সেঞ্চুরির জুটি হলেও এই ম্যাচেও একটুখানি কম হয়েছে।

নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি সৌম্য সরকার। ঝড়ো গতিতে শুরু করে ২৫ রান করার পরই আটকে যান। তবে তিনি কোনো বল নষ্ট করেননি। বল আর রান তার সমান। কিন্তু ড্যাসিং ওপেনার তামিম ২৪ রান করতেই খেলেছেন ৩৮ বল।

আগের যে সময়ের চেয়ে বাংলাদেশের ওপেনিং জুটিটা এখন দুর্বার! সৌম্য দ্রুত গতিতে রান তোলেন। আর তামিম দায়িত্বশীলতার সঙ্গে ধরে খেলেন। সৌম্যর ব্যাটিংকে যদি হালের পপ মিউজিকের সঙ্গে তুলনা করা হয়, তামিমের ব্যাটিং ব্যাটিং নিশ্চয়ই উচ্চ মার্গীয় ‘উচ্চাঙ্গ’ সঙ্গীত! কিন্তু ওভালে না পপ মিউজিক বাজলো, না উচ্চাঙ্গ সঙ্গীত! সুর, তাল, লয়, ছন্দ হারিয়ে সবই হয়ে গেল এলোমেলো-ফিউশন!

স্কোর:
নিউজিল্যান্ড ২৪৮/৮ (৪৭.১)
গাপটিল ২৫ (১৪)
মুনরো ২৪ (৩৪)
উইলিয়ামসন ৪০ (৭২)
টেইলর ৮২ (৯১)
লাথাম ০ (৪)
নিশাম ২৫ (৩৩)
গ্রান্ডহোম ১৫ (১৩)
স্যাটনার ১৭* (১২)
হেনরি ৬ (৮)
লুকি ফার্গুসন ৪* (৩)
বোলার
মাশরাফি ৫-০-৩২-০
মিরাজ ১০-০-৪৭-২
মোস্তাফিজ ৭.১-০-৪৮-০
সাকিব ১০-০-৪৭-২
সাইফুদ্দিন ৭-০-৪১-২
মোসাদ্দেক ৮-০-৩৩-২

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!