বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা জেলা ক্রিকেট আম্পায়ার ও স্কোরার এ্যাসোসিয়েশনের নির্বাচনে শফি-মুকুল প্যানেল জয়ী

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার ও স্কোরার এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখা নির্বাচনে শফি-মুকুল পূর্ণ প্যানেল জয়ী হয়েছে।
রবিবার সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতীহীন ওই নির্বাচনে মোট ৪৫জন ভোটারের মধ্যে ৪৩জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে। ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ২৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) পদাধিকার বলে এ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে সহ.সভাপতি পদে শফিকুল ইসলাম শফি ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন রফিকুর রহমান লাল্টু পেয়েছেন ১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আ.ম আক্তারুজ্জামান মুকুল ২৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ আলম হাসান শানু পেয়েছেন ১৬ভোট। শফি-মুকুল পরিষদের নির্বাচিত অন্য নেতৃবৃন্দ হলেন- সহ.সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাবু, কোষাধ্যক্ষ মীর তাজুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক কাজী মো.ফরহাদ, নির্বাহী সদস্য মন্ডলি- শেখ আখেরুজ জামান তাপস, শেখ আসিফ কবির হিরণ, শেখ ফারুকার রশীদ, মন্জুরুল হাসান আকাশ, মো. লুৎফর রহমান সৈকত, সাইফ উদ্দীন আহমেদ মুকুল ও জিএম সাইফুল ইসলাম বাপ্পী।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্রীড়া সংগঠক আব্দুল মোমেন খাঁন চৌধুরী সান্টু, গণমুখি ক্লাবের সভাপতি মাহমুদুর রহমান মুক্তি ও জাতীয় ভলিবল রেফারি রুহুল আমিন।
এদিকে, নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক রমজান আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, জেলা আম্পায়ার এ্যাসোসিয়েশন ও স্কোরার সদস্য প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মিয়া মোহা.ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন, মাস্টার আব্দুল ওহাব মামুন, মাস্টার অনুপ কুমার ঘোষ, বাবলু, বাপ্পিসহ অন্যরা।
অনুরূপভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ‘কলারোয়া নিউজ’ পরিবার। ‘কলারোয়া নিউজ’র সম্পাদকমন্ডলির সভাপতি এডব্লিউ মামুন, সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, উপদেষ্টা মন্ডলির সদস্য সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক কামরুল ইসলাম সাজু, আলহাজ্ব বিএম আফজাল হোসেন পলাশ, ক্রীড়া সম্পাদক মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন, চিফ রিপোর্টার জুলফিকার আলীসহ প্রতিষ্ঠানটির সকল শুভানুধ্যায়ীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!