বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য প্রস্তুত নয় রাখাইন : রেডক্রস

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্য এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা রেডক্রস। রাখাইন রাজ্য সফর শেষে রোববার এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান পিটার মরার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

তবে মিয়ানমার বলছে, তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত এবং প্রথম পর্যায়ে যেসব রোহিঙ্গা ফেরত যাবে তাদের জন্য রাখাইন সীমান্তের কাছে অস্থায়ী দুটি রিসেপশন সেন্টার স্থাপন করা হয়েছে।

কিন্তু রেডক্রস প্রেসিডেন্ট পিটার বলছেন, তিনি রাখাইন ভ্রমণে যা দেখেছেন তাতে শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয়। রোহিঙ্গাদের ছেড়ে আসা বাড়ি-ঘর পরিত্যক্ত এবং যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে সেভাবেই রয়েছে বলেও জানিয়েছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির এ প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, ‘আমি মনে করি, পূর্ণাঙ্গভাবে প্রত্যাসন প্রক্রিয়া শুরু করতে হলে আরো অনেক কাজ করতে হবে, বিশেষ করে প্রত্যাবাসনের পর তাদের অবকাঠামোসহ অন্যান্য প্রস্তুতির ব্যাপার আছে এটাই বাস্তবতা।’

তবে পিটারের মন্তব্য নিয়ে মিয়ানমার সরকার এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি বলে জানিয়েছে রয়টার্স।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কয়েকটি চেকপোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সাঁড়াশি অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। ওই অভিযানকে জাতিসংঘ ‘জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে অভিহিত করে।

কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ বরাবরই জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযোগ অস্বীকার করে আসছে। নেইপিদোর দাবি, তারা সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে, বার্মিজ আর্মির ওই বর্বর অভিযানে কয়েক হাজার রোহিঙ্গা নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। আর ইতিহাসের জঘন্যতম ওই সহিংসতার শিকার হয়ে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী