মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিত ভোমরা স্থলবন্দর উপদেষ্টা কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ভোমরা স্থলবন্দর প্রশাসনিক ভবনের হলরুমে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন- ‘আগামী দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হবে দেশের একটি বৃহৎ বন্দর। ভোমরা স্থলবন্দরের সক্ষমতা বাড়িয়ে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বন্দর করা হবে। তখন এ পোর্ট দিয়ে সকল পণ্য আমদানী রপ্তানী করা যাবে। ভোমরা বন্দর এলাকায় হাইওয়ে পের্ট থানা তৈরী হবে এবং ভোমরা স্থলবন্দর জিরো পয়েন্ট থেকে ৩কি. মি. ৪ লেনের কংক্রিট রাস্তা করা হবে।’

প্রতিমন্ত্রী আরো বলেন- ‘দেশের সকল জেলাকে উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা একচোখে দেখেন। আওয়ামীলীগ আগ্রাসী রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ উন্নয়নমুখী ও গণতন্ত্রে বিশ্বাসী। আ.লীগ যখন বিরোধী দলে ছিল তখন অনেক অত্যাচার সহ্য করেছে। কিন্তু কোনভাবে কারও উপর প্রতিশোধ নেয়নি। কারণ আওয়ামী লীগ হিংসাত্বক রাজনীতি করে না।’

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, স্থলবন্দর চেয়ারম্যান তপন চক্রবর্তী, কাষ্টমস, ভ্যাট ও এক্সাসাইজ এর খুলনার কমিশনার মোস্তবা আলী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারি পরিচালক মাহমুদুল হাসান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস.এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, ভোমরা ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ শেখ জুয়েল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আল ফেরদাউস আলফা, ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, ইটাগাছা ভিআইপি ট্রাংক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাঙ্গীর হোসেন শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে ভোমরা স্থলবন্দর উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক প্রশাসন এন্ড ট্রাফিক মো. রেজাউল করিম।

একই রকম সংবাদ সমূহ

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন

রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে চীন। বাংলাদেশ, চীনবিস্তারিত পড়ুন

  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী