শনিবার, এপ্রিল ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বেত্রবতী নদীর উপর পাকা ব্রিজটি ঝুঁকিপূর্ণ ॥ চলছে ৪ লক্ষাধিক মানুষ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের বেত্রবতী নদীর উপর নির্মিত ব্রীজটির এখন বেহাল অবস্থা। উপজেলার ১০৮টি গ্রামের ৪ লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এ ব্রীজটি। তাছাড়া পাশ্ববর্তী সাতক্ষীরা সদর, শার্শা মনিরামপুর, তালা ও কেশবপুর উপজেলারও কয়েক হাজার মানুষ এ ব্রীজটির উপর দিয়ে যাতায়াত করে থাকে। প্রায় এক বছর পার হয়ে গেলো ব্রীজটির একপাশের একাংশ ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেলেও সংস্কার করা বা দেখার যেন কেউ নেই। বর্তমানে ব্রীজটির দু’ধারসহ মেইন ব্রীজের অধিকাংশ জায়গায় লোহার রড় বেরিয়ে পড়ায় যেকোন সময় ভেঙ্গে পড়ার পড়ার উপক্রম দেখা দিয়েছে। ব্রীজটির অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ার পরও পথচারীরা সাইকেল, ভ্যান, মটরসাইকের, নছিমন, করিমন, বাস, ট্রাক নিয়ে ঝুঁকির মধ্য দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন। আর এ ঝুকিপূর্ণ এ ব্রীজটি দিয়ে পার হতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়,কবি মাইকেল মধুসূধন দত্তের কপোতাক্ষ নদের শাখা কলারোয়া পৌর সদরের বেত্রবতী নদীর উপর নির্মিত ব্রীজটির এক পাশের একাংশ ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। আর ব্রীজের ছাদসহ চারপাশের প্লাটার উঠে লোহার রড বেরিয়ে পড়ে মরিচা ধরে ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। আর এ ঝুকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে প্রতিদিন ঝ্ুঁকি নিয়ে শত শত যানবাহন বিশেষ করে বালুবাহি, কাঠবাহি, টালীবাহি, মাটিবাহী ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন যাতায়াত করে। ফলে যেকোন সময় ব্রীজটি ভেঙ্গে পড়াসহ বিভিন্ন ধরণের ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশংকা দেখা দিয়েছে। ব্রীজের পূর্বপাশে দোকানদার আসাদুজ্জামানসহ কয়েকজন এলাকাবাসী বলেন,কলারোয়া পৌর সদরের এ ব্রীজটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ। কারণ এ ব্রীজের একপাশে উপজেলার ৬টি ইউনিয়ন এবং অপর পাশে ৬টি ইউনিয়ন অবস্থিত। আবার পৌর সভার ৯টি ওয়ার্ড ব্রীজের এপার-ওপার মিলে। সবমিরিয়ে উপজেলার পৌরসদর ও ১২টি ইউনিয়নের প্রায় ৪ লক্ষাধিক মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম হলো এ ব্রীজটি। তাছাড়া ৬টি ইউনিয়নের মানুষের উপজেলা পরিষদ,ভুমি অফিস,জমি রেজিষ্ট্রী,থানা,হাসপাতালসহ বিভিন্ন অফিসের যাওয়ার একমাত্র অবলম্বন হলো এ ব্রীজটি। তাই ব্রীজটি যদি এক্ষনে প্রয়োজনীয় সংস্কার করা না হয় তাহলে যেকোন মুহুর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে। আর এ ধরণের দূর্ঘটনা ঘটলে উপজেলাবাসীসহ পার্শ্ববর্তী ৫ উপজেলার মানুষ সীমাহীন দূর্ভোগের মধ্যে পড়বে বলেও তিনি জানান। এ ছাড়া জনগুরুত্বপূর্ণ এ ব্রীজটির ওপারে অর্থ্যাৎ মেইন বাজারে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ও কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল প্রতিষ্ঠিত হওয়ায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ ব্রিজটির সংস্কারসহ আরো চওড়া করার দাবি করেন পৌরবাসীসহ উপজেলাবাসী। এদিকে স্কুল ছাত্রী ফারিহা রহমান বলেন, প্রত্যেকদিন সকালে তারা এ ব্রীজের উপর দিয়ে স্কুলে যায়। ব্রীজটির উপরদিয়ে যে পরিমান মালবাহি যানবাহন যায়। বিশেষ করে ইটের ভাটায় মাঠিবহনকারী ট্রাক। যাতে করে তাদের প্রত্যেকদিন যানজটের মধ্যে পড়তে হয়। তাদের দাবি এ ঝুকিপূর্ণ ব্রীজটির উপরদিয়ে মাটি বহনকারী ট্রাকসহ ভারি যানবাহন বন্ধ করতে হবে। যদিও যাতায়াত করে তবে সেটা রাতে যাতায়াত করলে ভাল হয়। তানাহলে প্রায় প্রত্যেকদিন তাদের সকালে যানজটে পড়তে হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় বলেন, ব্রীজটির বেহাল অবস্থা ও ঝুঁকিপূর্ণ দেখে ইতোমধ্যে তিনি ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ে একটি প্রস্তাব পাঠিয়ে ছিলেন। কিন্তু ব্রীজটি পৌরসভার অধীনে হওয়ায় তার প্রস্তাবটি মন্ত্রনালয় গ্রহন করেননি বলে তিনি জানান। পৌর প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল বলেন,সম্প্রতি তিনি মেয়রের দায়িত্ব নিয়েছেন। ব্রীজটির সংস্কারের ব্যাপারে অফিসিয়াল ভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা তার জানা নেই বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা