শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিএনপি চায় আমরা ভিক্ষা করি: এলজিআরডি মন্ত্রী

‘বিএনপি চায় আমরা ভিক্ষা করি আর শেখ হাসিনার লক্ষ্য আমরা ভিক্ষা দেবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন সারাদেশে উন্নয়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি’— বলছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শিল্পকলা একাডেমি উন্মুক্ত মঞ্চে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি) তথা যত্ন প্রকল্পের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী এই মন্তব্য করেন।

শেখ হাসিনার সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘শেখ হা‌সিনার সরকার ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকার বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, নারীদের বিধবা ভাতাসহ উপবৃত্তি প্রকল্প চালু রেখেছে।’

এদিন মন্ত্রী জানান, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ২ হাজার ৩৭৭ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ কর্মসূচি থেকে উপকৃত হবে হতদরিদ্র পরিবারের অন্তঃসত্ত্বা নারী, পাঁচ বছরের কম বয়সী শিশু ও তাদের মায়েরা। স্থানীয় কমিউনিটি ক্লিনিকগুলো তাদেরকে এ সহায়তা প্রদান করবে।

যত্ন প্রকল্পের এ অনুষ্ঠানে চরভুরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের ৫১ জন উপকারভোগীর মাঝে ক্যাশ কার্ড প্রদান করেন এলজিআরডি মন্ত্রী। বায়োমেট্রিক পদ্ধতিতে স্থানীয় পোস্ট অফিস থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন তারা। এরপর ভুরুঙ্গামারীর জয়মনিরহাটে স্বপ্ন প্রকল্পের উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন মন্ত্রী।

কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী