শনিবার, মে ১১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর ‘পাঠ প্রস্তুতি’-১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর প্রস্তুতি নিয়ে কলারোয়া নিউজে নতুন সংযোজন ‘পাঠ প্রস্তুতি’

আজকে গণিত বিষয়ের ‘অধ্যায় এক থেকে ১৭টি এবং অধ্যায় দুই থেকে ৩৪টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

‘পাঠ প্রস্তুতি’ তুলে ধরেছেন কলারোয়ার ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান ‘ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমি’র উপাধ্যক্ষ ইমরান হুসাইন

অধ্যায় এক : গুণ
১. প্রশ্ন : ৩৫২ x ০ = কত?
উত্তর : ০
২. প্রশ্ন : গুণফল ৩৩, গুণক ১, গুণ্য কত?
উত্তর : ৩৩
৩. প্রশ্ন : গুণক শূন্য হলে গুণফল কিসের সমান?
উত্তর : গুণ্যের সমান।
৪. প্রশ্ন : ২০ দিস্তায় ১ রিম এবং ১ রিমে ৫০০ তা হলে, ২ দিস্তার কত তা কাগজ?
উত্তর : ৫০ তা।
৫. প্রশ্ন : একটি বইয়ে ১২৬টি পৃষ্ঠা আছে। এরূপ ১০টি বইয়ের পৃষ্ঠা কত?
উত্তর : ১২৬০টি।
৬. প্রশ্ন : একটি খাতায় ১৪৪টি পৃষ্ঠা আছে। এরূপ ২৫টি খাতায় পৃষ্ঠার সংখ্যা কত?
উত্তর : ৩৬০০।
৭. প্রশ্ন : রহিমের মাসিক সঞ্চয় ৫০০০ টাকা হলে, তা ১ বছরে কত হবে?
উত্তর : ৬০০০০
৮. প্রশ্ন : মোবাইল ফোনে কথা বললে প্রতি মিনিটে ব্যয় হয় ০.৬৫ টাকা, ৫ মিনিটে ব্যয় কত?
উত্তর : ৩.২৫ টাকা।
৯. প্রশ্ন : ১টি টেবিলের দাম ৫০০০ টাকা। এরূপ ৫০০টি টেবিলের দাম কত?
উত্তর : ২৫০০০০০ টাকা।
১০. প্রশ্ন : একটি ব্ল্যাকবোর্ড তৈরি করতে ৭০০ টাকা লাগে। ২১১১টি ব্ল্যাকবোর্ড তৈরি করতে কত টাকা লাগবে?
উত্তর : ১৪৭৭৭০০ টাকা।
১১. প্রশ্ন : ১ ডজন পেন্সিলের দাম ৪৮ টাকা হলে, ৮টি পেন্সিলের দাম কত?
উত্তর : ৩২ টাকা।
১২. প্রশ্ন : এক ব্যক্তির দৈনিক আয় ১২০ টাকা হলে, এক বছরে তার আয় কত? (১ বছর = ৩৬৫ দিন)
উত্তর : ৪৩৮০০ টাকা।
১৩. প্রশ্ন : একজন শ্রমিকের দৈনিক আয় ১৫৫ টাকা হলে তার ১ সপ্তাহের আয় কত?
উত্তর : ১০৮৫ টাকা।
১৪. প্রশ্ন : দুই অংকের কোন সংখ্যা দ্বারা ৫০০ কে গুণ করলে ৪৪০০০ হয়?
উত্তর : ৮৮
১৫. প্রশ্ন : ১১১২ কে ৯৮ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ১০৮৯৭৬
১৬. প্রশ্ন : গুণক ২০ এবং গুণফল ৬০ হলে, গুণ্য কত?
উত্তর : ৩
১৭. প্রশ্ন : ২২২২ কে ১১১ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ২৪৬৬৪২

অধ্যায় দুই : ভাগ
১. প্রশ্ন : ভাগ কিসের সংক্ষিপ্ত রূপ?
উত্তর : বিয়োগের।
২. প্রশ্ন : যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর : ভাজ্য।
৩. প্রশ্ন : যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর : যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে।
৪. প্রশ্ন : ভাজ্য ÷ ভাগফল = কী?
উত্তর : ভাজক।
৫. প্রশ্ন : (ভাজ্য-ভাগশেষ) ÷ ভাজক = কী?
উত্তর : ভাগফল।
৬. প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, ভাজক=ভাজ্য ÷ ভাগফল।
৭. প্রশ্ন : নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : নিঃশেষে বিভাজ্য না হলে,
ভাজ্য= (ভাজক x ভাগফল) + ভাগশেষ।
৮. প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি থাকে না?
উত্তর : ভাগশেষ।
৯. প্রশ্ন : নিঃশেষে বিভাজ্য না হলে, ভাগফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর : ভাগফল =(ভাজ্য-ভাগশেষ) ÷ ভাজক।
১০. প্রশ্ন : ভাজক ও ভাগশেষের সম্পর্ক প্রতীকের মাধ্যমে লিখ।
উত্তর : ভাজক > ভাগশেষ।
১১. প্রশ্ন : কোনটি সব সময় ভাজকের চেয়ে ছোট হয়?
উত্তর : ভাগশেষ।
১২. প্রশ্ন : ভাগফল শূন্য হলে ভাজ্য কত?
উত্তর : ভাজ্য = ০।
১৩. প্রশ্ন : কোনো ভাগ অঙ্কে ভাজ্য এবং ভাজক সমান হলে, ভাগফল কত হবে?
উত্তর : ১
১৪. প্রশ্ন : ভাজ্য শূন্য হলে ভাগফল কত হয়?
উত্তর : ০
১৫. প্রশ্ন : ৮৪৪২৩ ÷ ৩২১ = ২৬৩, গাণিতিক বাক্যটিকে ভাগফল কত?
উত্তর : ২৬৩
১৬. প্রশ্ন : ১ থেকে ১০০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
উত্তর : ২০
১৭. প্রশ্ন : (১১-৭) ÷ (৫-৪) এর মান কত?
উত্তর : ৪।
১৮. প্রশ্ন : ১২০ ÷ ৮ + ২ = কত?
উত্তর : ১৭।
১৯. প্রশ্ন : ৪ ÷ (৪ ÷ ৪) = কত?
উত্তর : ৪
২০. প্রশ্ন : ৪৪৫০০ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর : ৪৪৫
২১. প্রশ্ন : যদি ভাজ্য ৪০৬ এবং ভাজক ৪ হয়, তাহলে ভাগফল কত?
উত্তর : ১০১
২২. প্রশ্ন : ভাজক ৮, ভাগফল ৫ এবং ভাগশেষ ৭ হলে, ভাজ্য কত?
উত্তর : ৪৭
২৩. প্রশ্ন : দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : অপর সংখ্যাটি ৯।
২৪. প্রশ্ন : দুইটি সংখ্যার ভাগফল ৪৫। একটি সংখ্যা ৫ হলে, অপরটি কত?
উত্তর : ২২৫
২৫. প্রশ্ন : ২৫৫০০-কে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর : ২৫৫
২৬. প্রশ্ন : ১টি সংখ্যার ৮ গুণ ৫৬ হলে, সংখ্যাটি কত?
উত্তর : ৭
২৭. প্রশ্ন : একটি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে, সংখ্যাটি কত?
উত্তর : ৬৪
২৮. প্রশ্ন : দুই অংকের কোন সংখ্যা দ্বারা ২০০ কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে?
উত্তর : ৯৯
২৯. প্রশ্ন : ভাগফল ২৫, ভাজক ২৬ এবং ভাগশেষ ভাজকের অর্ধেক হলে ভাজ্য কত?
উত্তর : ৬৬৩
৩০. প্রশ্ন : ভাজ্য ভাজকের ৩৪ গুণ, ভাজক ১২ হলে, ভাজ্য কত?
উত্তর : ১৭
৩১. প্রশ্ন : এক কুইন্টাল চালের দাম ৫৬০০ টাকা হরে, প্রতি কেজি চালের দাম কত?
উত্তর : ৫৬ টাকা।
৩২. প্রশ্ন : ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে, ১টি ডিমের দাম কত?
উত্তর : ৯ টাকা।
৩৩. প্রশ্ন : একটি বাসে ১০০ জন যাত্রী যেতে পারলে ৪৫০০ জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে?
উত্তর : ৪৫টি বাস।
৩৪. প্রশ্ন : এক ব্যক্তি জুন মাসে ৩০০০ টাকা আয় করেন। জুন মাসে ওই ব্যক্তির দৈনিক আয় কত?
উত্তর : ১০০ টাকা।

পরবর্তী প্রকাশনায় অধ্যায় তিন ও চার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর ‘পাঠ প্রস্তুতি’-৩

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর ‘পাঠ প্রস্তুতি’-২

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা