শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নেইমার নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

নেইমার নৈপুণ্যে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

রাশিয়ার সামারা স্টেডিয়ামে এদিন বল দখলে এগিয়ে থেকেও ২-০ গোলের ব্যবধানে হেরেছে মেক্সিকানরা।

যদিও মেক্সিকো-ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুইদল। তবে নেইমার ও ফিরমিনহোর নৈপুণ্যে শেষ হাসি হেসেছে সেলকাওরা।

এদিন শুরুতেই ব্রাজিল শিবিরে পরপর বেশ কিছু আক্রমণ করে মেক্সিকো। কিন্তু বেশিক্ষণ সে ধার ধরে রাখতে পারেনি হার্নান্দেজরা। আক্রমণ সামলে উপর্যুপরি পাল্টা আক্রমণ শুরু করে নেইমার-জেসুসরা। ২০ মিনিটের মাথায় সুযোগও তৈরি করেছিলেন নেইমার। কিন্তু মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার নৈপুণ্যে এ যাত্রায় রক্ষা পায় মেক্সিকো।

প্রথমার্ধে দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান। বল দখলে ব্রাজিল ও মেক্সিকো দুই দলই ৫০ ভাগ নিয়ন্ত্রণ রেখেছে। দুই দলই একটি করে হলুদ কার্ড পেয়েছে। তবে আক্রমণে এগিয়ে ব্রাজিল ১১টি অ্যাটেম্পট নিয়েছে নেইমাররা। আর মেক্সিকো ৫টি। তবে নির্ভুল পাস দেওয়ায় এগিয়ে মেক্সিকো। মেক্সিকো ৮১ ভাগ ও ব্রাজিল ৮৭ ভাগ পাস নির্ভুলভাবে সম্পন্ন করেছে প্রথমার্ধে।

কিন্তু দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের মাথায় উইলিয়ানের পাসে মেক্সিকোর জালে আঘাত হানেন নেইমার। এরপর মেক্সিকোর জালে দ্বিতীয় আঘাত হেনেছেন ব্রাজিলীয় অ্যাটাকিং মিডফিল্ডার ফিরমিনহো। দ্বিতীয়ার্ধের ৮৮মিনিটে নেইমারের পাসে গোল করে ব্যবধান বাড়ান ফিরমিনহো।

খেলায় ৫৪ভাগ বল দখল ছিল মেক্সিকোর। আর ব্রাজিলের ৪৬ভাগ। তবে আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ৯০ মিনিটে ব্রাজিল আক্রমণ করেছে ২১টি। আর মেক্সিকো ১৩টি। মেক্সিকো হলুদ কার্ড পেয়েছে ৪টি আর ব্রাজিল ২টি।

রেকর্ড ফাউলের শিকার নেইমার

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে নেইমারের গোলে এগিয়ে গেছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় উইলিয়ানের পাসে মেক্সিকোর জালে আঘাত হানেন নেইমার। তবে ম্যাচের শুরু থেকে বারবার ফাউলের শিকার হয়ে রেকর্ড করেছে তিনি।

এবারের বিশ্বকাপে সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া মেক্সিকোর বিপক্ষে ম্যাচ চলাকালে সবচেয়ে বেশি ২০ বার ফাউলের শিকার হন এ তারকা ফুটবলার। এর আগে, গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে রেকর্ড ১০ বার ফাউলের শিকার হন নেইমার।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ইংল্যান্ডের অ্যালান শিয়ারারকে একই ম্যাচে ১১ বার ফাউল করেন তিউনিসিয়ার খেলোয়াড়রা। এরপর এক ম্যাচে এতোবার ফাউলের শিকার হননি আর কেউ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!