বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নলতায় ৫৫তম বার্ষিকী ওরছ শরীফ ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারী

পীরে সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৫তম বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬,২৭,২৮ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ এবং ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ শুক্র, শনি ও রবিবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা শরীফে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত ৩ দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফে দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আগত পীর কেবলার হাজার হাজার ভক্তবৃন্দের আবাসন, খাওয়া, এবাদত বন্দেগী সহ নানা বিষয়ে পাক রওজা শরীফের খাদেম এবং ওরছ শরীফ উদ্যাপন কমিটির আহবায়ক আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ’র বিশেষ দিক নির্দেশনায় ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্মকর্তাদের তত্ত্বাবধানে নলতা শরীফ সহ আশপাশের এলাকায় ধর্মীয়ভাবগাম্ভীর্য পরিবেশ ও সাজ সাজ রব বিরাজ করছে।

এরইমধ্যে বিভিন্ন স্থান থেকে হজরত পীরকেবলার ভক্তবৃন্দের আগমনে নলতা শরীফে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ি, আসন্ন ৫৫তম বার্ষিক ওরছ উপলক্ষে প্রখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদীসের আলোকে ওলি-আউলিয়াগণের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করবেন তা হলো-

২৬ মাঘ, ৮ ফেব্রুয়ারি শুক্রবার: আলহাজ্জ হাফেজ তোফাজ্জেল হোসেন ভৈরবী (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভৈরব, চাঁদপুর), মাওলানা ক্বারী মো. আমিনউদ্দীন (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, ভারত), মুফতী শাইখ মোহাম্মাদ ওসমান গনী (সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফীজম্, ঢাকা), মুফতি মাওলানা মো. আলমগীর হুসাইন সাইফী (খতিব, বায়তুল আমান জামে মসজিদ, হবিগঞ্জ)।

২৭ মাঘ, ৯ ফেব্রুয়ারি, শনিবার: হজরত মাওলানা আল্লামা আলহাজ্জ আবু ছুফিয়ান খান আবেদী আল কাদেরী (আন্তর্জাতিক ও সকল দেশে ইসলাম প্রচারক, আওলাদে অলি খলিফায়ে গাওছুল আযম বাগদাদ শরীফ(ইরাক), চাঁদপুর, বাংলাদেশ), আলহাজ্জ হাফেজ মোখলেছুর রহমান বাঙ্গালী (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুষ্টিয়া), আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ রংপুরী (মুফাস্সির ও মুহাদ্দিস, খতিব- নলতা শরীফ শাহী জামে মসজিদ), আলহাজ্জ হজরত মাওলানা আল্রামা মুফ্তী আব্দুল মজিদ পিরিজপুরী (হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব, বিশিষ্ট লেখক ও গবেষক) প্রমূখ।

২৮ মাঘ, ১০ ফেব্রুয়ারি, রবিবার : সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে ৩দিন ব্যাপী নলতা শরীফের ৫৫ তম বার্ষিক ওরছের পরিসমাপ্তি ঘটবে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া ওরছ শরীফের উক্ত ৩ দিনে অন্যান্য যে সমস্ত কর্মসূচী পালিত হবে তা হলো :
২৬ মাঘ, ৮ ফেব্রুয়ারি, শুক্রবার- বাদ ফজর হইতে সকাল ৯ টা পর্যন্ত পাক রওজা শরীফে খতমে কুরআন মজিদ, মিলাদ শরীফ ও হজরত শাহছুফী সৈয়দ গফুর শাহ্ আল্ হোচ্ছামী (র:) এঁর রুহের উপর ছওয়াব রেছানী, সকাল ৯.৩০ হতে বেলা ১০.৩০ পর্যন্ত পাক রওজা শরীফে হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র:) এঁর বেছাল শরীফ উপলক্ষে কলেমাখানি, কুলখানি ও আলোচনা সভা, বেলা ১১.৩০ টা, বাদ আছর ও বাদ এশা পাক রওজা শরীফে চাঁদর পেশ, বিকাল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা, রাত ১১টা হতে ভোর ৪.৩০ টা পর্যন্ত হজরত রাসূলে করিম (স.) ও আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা, ভোর ৪.৩০ টা হতে সকাল ৬টা পর্যন্ত তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত।

২৭ মাঘ, ৯ ফেব্রুয়ারি, শনিবার- বাদ ফজর হতে সকাল ১০টা পর্যন্ত পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ, কলেমাখানি, মিলাদ শরীফ ও কুতুবুল আকতাব হাজী হাফেজ হজরত সৈয়দ ওয়ারেছ আলী শাহ (র.) এঁর রুহের উপর ছওয়াব রেছানী এবং পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দের রুহের মাগফেরাত কামনা ও আলোচনা সভা, বেলা ১১.৩০টা, বাদ আছর ও বাদ এশা পাক রওজা শরীফে চাঁদর পেশ, বিকাল ৩.৩০টা হতে ভোর ৪টা পর্যন্ত হজরত রাসূলে করিম (স.) ও আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা, ভোর ৪.৩০টা হতে সকাল ৬.৩০টা পর্যন্ত তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত।

২৮ মাঘ, ১০ ফেব্রুয়ারি রবিবার- বাদ ফজর হতে সকাল ৯টা পর্যন্ত পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ, কলেমাখানি, মিলাদ শরীফ ও হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর পাক রুহের উপর ছওয়াব রেছানী, বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়ার অনুষ্ঠান ও আখেরী মোনাজাত।

আখেরী মোনাজাতের পূর্বে সরকারি চাঁদর পেশ। বেলা ১০.৩০ টা হতে বেলা ১২.৩০টা পর্যন্ত নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা ও ২০১৯-২০২১ সালের কার্যকরি পরিষদ গঠন।

উক্ত ৫৫তম বার্ষিক ওরছ শরীফের সকল পর্ব যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে উপভোগ করার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আব্দুল মজিদ এবং ওরছ শরীফ উদ্যাপন কমিটির আহবায়ক ও নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি উক্ত ৩ দিন ওরছ শরীফের সকল অনুষ্ঠান পূর্বের ন্যায় সাতক্ষীরা ভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন।

এদিকে বিশিষ্ট সমাজসেবক ও নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলামের সার্বিক ব্যবস্থপনায় ৫৫তম বার্ষিক ওরছ শরীফের সমগ্র অনুষ্ঠান সাতক্ষীরা ভিশন ক্যাবল অপারেটরে সরাসরি সম্প্রচার করা হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র