শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

এস.এস.সি ও দাখিল পরীক্ষা

কলারোয়ায় মোট পরীক্ষার্থী এস.এস.সিতে ২৬৯১ জন, দাখিলে ৫৫১ জন

বৃহস্পতিবার সারাদেশের সাথে কলারোয়াতেও শুরু হবে ২০১৭ সালের এস.এস.সি ও দাখিল পরীক্ষা।

কলারোয়ায় এ বছর এস.এস.সি’র ৪টি কেন্দ্রে সর্বমোট ২৬৯১ জন পরীক্ষার্থী এবং দাখিলের ১টি কেন্দ্রে মোট ৫৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ।

এস.এস.সি’র ৪টি কেন্দ্র হলো উপজেলা সদরের কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল, গালর্স পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত হাইস্কুল ও খোরদো এম.এল হাইস্কুল। আর দাখিলের একমাত্র কেন্দ্র কলারোয়া সরকারি কলেজ।

বরাবরে মতো এবারও এস.এস.সি ও দাখিলে পরীক্ষার্থীদের সংখ্যার দিক থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১৪২ জন বেশি।

এদিকে, কলারোয়া পৌর সদরের জিকেএমকে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব আব্দুর রব জানান, তাঁর কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭০ জন। যার মধ্যে ছাত্র ৩৭৮ জন, ছাত্রী ৫৯২ জন।

পৌর সদরের অপর কেন্দ্রে ঐতিহ্যবাহী গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব বদরুজ্জামান বিপ্লব জানান, এ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯১ জন। যার মধ্যে ছাত্র ৪৬১ জন, ছাত্রী ৩৩০ জন।

সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব আখতার আসাদুজ্জামান চান্দু জানান, তাঁর কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬০৭ জন। যার মধ্যে ছাত্র ৩৩০ জন, ছাত্রী ২৭৭ জন।

খোরদো এম.এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব রবিউল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২৩ জন। যার মধ্যে ছাত্র ১৬৯ জন আর ছাত্রী ১৫৪ জন।

এছাড়া দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র কলারোয়া সরকারি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৫১ জন। যার মধ্যে ছাত্র ২১২ জন এবং ছাত্রী ৩৩৯ জন বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরবি প্রভাষক এটিএম রুহুল কুদ্দুস।

এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে এস.এস.সি ও দাখিল পরীক্ষা সম্পাদনের লক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েন পরীক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার রায়। আর পরীক্ষা কেন্দ্র ও নিকটবর্তী পরিবেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে আমাদের প্রতিনিধি কামরুল হাসানকে জানান থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ।

সবমিলিয়ে বৃহষ্পতিবার থেকে সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের এস.এস.সি ও দাখিল পরীক্ষা, এটাই প্রত্যাশা সকল ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা