বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিশু শিক্ষার্থীদের নিয়ে জনপ্রিয় কার্টুন ‘মিনা দিবস’ উপলক্ষ্যে কলারোয়ায় র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত মিনা দিবসের অনুষ্ঠানে কলারোয়া পৌরসদরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীরা অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘যেমন খুশি তেমন সাজো’ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় বাহারি ঢং-এ ও নানান সাজে ছোট্ট নাটিকা উপস্থাপনা করেন প্রতিযোগিরা।

র‌্যালিতে শিশুদের হাতে বিভিন্ন রকমের ব্যানার-প্লাকার্ড শোভা পায়।

পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার, ৫ম শ্রেণির তাসনিম জামান ও ৪র্থ শ্রেণির মৌমিতা মেহেজাবিন যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে।

‘মনের মতো স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে’- প্রতিপাদ্যে প্রতীকী শিশু মিনা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, আশিকুজ্জামান, হুমায়ুন কবির, ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, সহকারী ইন্সট্রাক্টর সঞ্জয় কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক পারুল আখতার, মুজিবুর রহমান, রেহেনা পারভীন, আব্দুল ওহাব মামনু, অনুপ কুমারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

দিবসটি উপজেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পালিত হয়েছে বলে জানান প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আসাদুর রহমান।

ইউএনও সেলিম শাহনেওয়াজ বলেন- ‘প্রতীকী শিশু মিনা একটি মেয়ে কিংবা একটি ছবি নয়। মিনা হলো অন্যায়ের প্রতিবাদী কন্ঠস্বর। বাল্য বিবাহ রোধ, স্বাস্থ্য সচেতনতা, নারী-পুরুষ সমঅধিকারের রোল মডেল এই চরিত্রটি। আজকের শিশুদের এগুলো অনুকরণ ও অনুসরণ করে বড় হতে হবে।’

উল্লেখ্য, মিনা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ, ভারত,পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপসহ বিভিন্ন দেশে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা