শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে, আশাবাদ মোহাম্মদ নাসিমের

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘ বিএনপি রাজনীতিতে ধৈর্য্যরে পরিচয় দিচ্ছে। তাই আশা করি, আগামী নির্বাচনে তারা অংশ গ্রহণ করবেন। ’
তিনি বলেন, সকলকে ধৈর্য্যরে পরিচয় দিতে হবে। বিএনপিকে আরো দু’বছর ধৈর্য্য ধরতে হবে। নির্ধারিত সময় শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে তিনি বলেন, দেশের জনগণ যাদের নির্বাচিত করবে তারাই দেশের শাসনভার পরিচালনা করবেন।
বিএনপির সাথে সরকারের সংলাপের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশন(ইসি) রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে থাকে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছেন।
এ বিষয়ে তিনি বলেন, আর নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে থাকে। তাই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সরকারের সংলাপের কোন সম্ভাবনা নেই।
মোহাম্মদ নাসিম বলেন, কেন্দ্রীয় ১৪ দল রাজনৈতিক কর্মসূচিসহ জাতীয় ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমরা এখন সামাজিক দায়িত্ব পালন করতে চাই।
তিনি বলেন, আমরা জোটগতভাবে ২০ ও ২১ জানুয়ারি বগুড়া ও রংপুরে গরীব শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবো।
নাসিম গাইবান্দার নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান।
তিনি সরকারের তিন বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকে অভিনন্দন জানান।
জঙ্গি উত্থানকে সাহসিকতার সাথে মোকাবেলা করে দেশের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ(একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আকতার, জাসদ(একাংশ)’র সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক মোহাম্মদ নাসিম।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী