বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট

ফাইনালে বলাকার সঙ্গী হলো শ্যামনগর ক্রিকেট এসোসিয়েশন

সাতক্ষীরার কলারোয়ায় ৭ম বজলুর রহমান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে মাহিম ক্রিকেটার্সকে ৪ উইকেটে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে শ্যামনগর ক্রিকেট এসোসিয়েশন।

রবিবার কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে শ্যামনগর ক্রিকেট এসোসিয়েশন ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে প্রথমে ব্যাটিংএ পাঠায় মাহিম ক্রিকেটার্সকে।

তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহেল ৩১ রান, ফিরোজ ৩২ রান ও রাসেল ৩০ রান করেন। বল হাতে তুহিন, মনির ও ইয়াছিন ১টি করে উইকেট লাভ করেন।

জবাবে শ্যামনগর ক্রিকেট এসোসিয়েশন ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়। ফলে ৪ উইকেটে জয়লাভ করে ফাইনালে সাতক্ষীরার বলাকা ক্রীড়া চক্রের সঙ্গী হলো শ্যামনগর ক্রিকেট এসোসিয়েশন।

শ্যামনগরের ব্যাটসম্যান শাওন ২৭ রান, মহসিন ২৭ রান ও মনির ২৪ রান করেন। বোলিং-এ রাসেল ও রিফাত ২ উইকেট করে এবং সোহেল ও মাছুম ১ উইকেট করে লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মহসিন।

আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাস্টার জিএম মাসউদ পারভেজ মিলন ও মিয়া মো.ফারুক হোসেন স্বপন।

ম্যাচ রেফারি ছিলেন আলহাজ্ব আব্দুর রহিম বাবু।

স্কোরারের দায়িত্বে ছিলেন মাস্টার অনুপ কুমার ঘোষ।

ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন ও মাস্টার আব্দুল ওহাব মামুন।

মঞ্চে বসে খেলা উপভোগ করেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মো. ইউনুস আলী, এসআই ওবায়দুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, এড.সাইফুল্যাহ, রাজিউল আহসান রিপন, মেহেদি হাসান বাপ্পি, মাহমুদুল ইসলাম বাবলু প্রমুখ।

এমআর ফাউন্ডেশন, কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ও কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ পরিচালনায় টুর্ণামেন্টটি অর্থায়ন করছেন এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান।

আগামি ২৫ ফেব্রুয়ারী শনিবার একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হবে সাতক্ষীরার বলাকা ক্রীড়া চক্র ও শ্যামনগর ক্রিকেট এ্যাসোসিয়েশন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!