বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

হুমকিতে বিচলিত না হতে ডিসিদের অনুরোধ ইসির

২৪ ঘণ্টা যান চলাচলে বিধি নিষেধ আরোপ

জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘেœ করার লক্ষ্যে যান চলাচলে বিধিনিষেধ আরোপ হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ শুরুর আগে মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা সারাদেশে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আর মোটর সাইকেল নিষিদ্ধ থাকবে চার দিন। গতকাল রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে ভোটগ্রহণের সময়ে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এতে বলা হয়, ২৯ ডিসেম্বর (শনিবার) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর (রবিবার) দিবাগত মধ্যরাত পর্যন্ত সড়কপথে ১০ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

এগুলো হচ্ছে-বেবি ট্যাক্সি/অটোরিকশা/ইজি বাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্রচালিত যানবাহক। ২৮ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে ১ জানুয়ারি (মঙ্গলবার) মধ্য রাত পর্যন্ত মোটর সাইকেলের উপর নিষেধাজ্ঞার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে। এ নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট, দেশি বা বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিল থাকবে। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য,জরুরি কাজে ব্যবহƒত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা
প্রযোজ্য হবে না বলে সড়ক বিভাগ জানিয়েছে।

হুমকিতে বিচলিত না হতে ডিসিদের অনুরোধ ইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িত দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা এবং তাদের পরিবারকে হত্যার হুমকিতে বিচলিত না হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক প্রতিষ্ঠানটি তাদের কর্মকর্তাদের কাছে পাঠানো এই ধরনের পত্রে বিচলিত না হয়ে সতর্কতা ও নিরাপত্তার সাথে সকলকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছে। গতকাল রবিবার নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট ডিসিদের কাছে পাঠানো চিঠিতে একথা বলা হয়। এর আগে ১৯ ডিসেম্বর তাদেরকে হত্যার কথা জানিয়ে ইসিতে চিঠি দেন তারা। এর পরিপ্রেক্ষিতে সহকারি সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জেলা প্রশাসক ফরিদপুর ও রিটার্নিং অফিসার জানিয়েছেন তাকে হুমকি দিয়ে ডাক মারফত স্বাক্ষরবিহীন একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তারাসহ তাদের পরিবার পরিজনের ওপর হামলা করা হবে। পাশাপাশি দেশের আরো কিছু স্থানে এ ধরনের চিঠি পাওয়া গেছে। এর জবাবে বিচলিত না হয়ে সতর্কতা ও নিরাপত্তার সাথে সকলকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছে ইসি।

সম্প্রতি মাদারীপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ, বরগুনা ও বাগেরহাটের জেলা প্রশাসকসহ সহ নির্বাচনী কাজে জড়িত কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়।

ডিসিরা জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী