বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

১৫ বছর অফিস না করে তালা হাসপাতালের টেকনিশিয়ানের বেতন উত্তোলন?

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনিশিয়ান (ডেন্টিস) মো. নাসির উদ্দীন প্রায় ১৫ বছর অফিস না করে বেতন উত্তোলন করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
তিনি ঢাকার বাড্ডায় নিজস্ব বাসভবনের সাথে ক্লিনিক স্থাপন করে সেখানে রমরমা ব্যবসা করে যাচ্ছেন। হাসপাতালের একটি সিন্ডিকেট চক্র হাজিরা খাতায় ভূয়া স্বাক্ষর করে দিব্যি বেতন উত্তোলন করে নিয়মিত ঢাকায় পাঠিয়ে দেন। আবার কোন কোন সময় তিনি নিজে এসে বেতনের টাকা নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা জানাজানি হলে সাংবাদিকদের ম্যানেজ করতে মাঠে নেমে পড়েছে হাসপাতালের সিন্ডিকেট চক্রটি।
তারা সংবাদটি পত্রিকায় প্রকাশ না করার জন্য ইতিমধ্যে প্রেসক্লাবের কর্মকর্তাদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন।

এসব ঘটনা অকপটে স্বীকার করে নাসির উদ্দীন বলেন- “তালা থেকে বদলীর জন্য বহুদিন চেষ্টা চালিয়ে যাচ্ছি। কদিন আগেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট থেকে বদলীর জন্য ফরোয়ার্ডিং নিয়েছি কিন্তু তাতে কোন কাজ হচ্ছে না।”

এদিকে উক্ত বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সিভিল সার্জন, তালা উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বুধবার (১৭ জানুয়ারী) সরেজমিনে হাসপাতালে গেলে জানা যায়- মোঃ নাসির উদ্দীন ২০০৩ সালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনিশিয়ান (ডেন্টিস) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি এখানে অফিস করেন না। তার বসার কোন চেম্বার হাসপাতালের কোথাও নেই। তালা হাসপাতালের একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র হাজিরা খাতা ও বেতন শিটে ভূয়া স্বাক্ষর করে দিব্যি বেতন উত্তোলন করে ঢাকায় পাঠিয়ে দেন। বর্তমানে তিনি ঢাকার বাড্ডায় নিজস্ব বাসভবনের সাথে ক্লিনিক স্থাপন করে সেখানে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ২/৩ মাস পর মাঝে-মধ্যে তালা হাসপাতালে বসন্তের কোকিলের মতো নাসির উদ্দীনের দেখা মেলে বলে জানা গেছে।

তবে নাসির উদ্দীন তাঁর বেতনের বড় একটি অংশ পান না। উক্ত টাকা হাসপাতালের সিন্ডিকেট চক্র ভাগাভাগি করে নেয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সূত্রটি আরো জানায়- শুধু নাসির উদ্দীন নয়, হাসপাতালের ডাক্তারসহ অনেক কর্মকর্তা- কর্মচারীরা দিনের পর দিন অফিসে না এসে বেতন উত্তোলন করে থাকেন। আর এসব ঘটনার নেপথ্যে কাজ করে হাসপাতালের ঐ সিন্ডিকেট চক্রটি। চক্রটি কোন কোন সময় বাহির এলাকা হতে আসা স্টাফদের জিম্মী করে বিভিন্নভাবে অর্থ আদায় করে থাকেন বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুদরত-ই-খুদা বলেন- তিনি হাসপাতালে যোগদানের পর থেকে মেডিকেল টেকনিশিয়ান নাসির উদ্দীনকে মাত্র ২/৩ দিন দেখেছেন। মাঝে মাঝে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি ছুটিতে আছেন।

উল্লেখ্য, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট নিরসনসহ বিভিন্ন অনিয়ম বন্ধের দাবীতে সম্প্রতি প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচী ও পথসভার পরে নড়েচড়ে বসে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী। আর এসব ঘটনার তদন্তেই বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল।

তালায় গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
সাতক্ষীরার তালা উপজেলার হরিশচন্দ্রকাটী গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যেগে বুধবার বিকালে গোনালী মিশনে দুস্থ শিশু ও নারীদের মাঝে শীত বস্ত্র বিতারণ করা হয়েছে। উক্ত শীত বস্ত্র বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:হাসান হাফিজুর রহমান। গ্রামসামাজিক শক্তি কমিটির সভাপতি রনজিতের পরিচালনায় শীত বস্ত্র বিতারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
এ সময় ব্রাক জেলা প্রতিনিধি মো:রেজাউল করিম খান,টি ইউ পি তালা শাখার ম্যানেজার পবিত্র গাইন,ব্রাক শিক্ষা কর্মসূচী ম্যানেজার বিপ্রকাশ সরকার,ব্রাক স্বাস্থ্য কর্মসূচী ম্যানেজার বিভাষ কুমার সাহাসহ গ্রামসামাজিক শক্তি কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত থেকে ১১৩জন দুস্থ শিশু ও নারীদের মাঝে শীত বস্ত্র বিতারণ করা হয়েছে ।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী