হজ রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১১ মার্চ পর্যন্ত
সরকারি ব্যবস্থাপনায় ২০১৮ সালের হজ রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে।
২৮ ফেব্রুয়ারি, বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্চ ১ থেকে মার্চ ১১ পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে।
গত ২২ ফেব্রুয়ারি এই মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের এক তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় ১৬০৭৩ নম্বর পর্যন্ত থাকা ব্যক্তিরা এই বছর হজের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তাদের হজের প্যাকেজের বাকি অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজযাত্রীদেরকে ‘মাহরাম’সহ ভাউচার পূরণ করতে হবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), ইসলামিক ফাউন্ডেশন, জেলা প্রশাসকের কার্যালয় বা হজ অফিসের মাধ্যমে। কেউ আলাদা ফ্লাইটে সফর করতে চাইলে তাকে আলাদাভাবে নিবন্ধন করতে হবে।
যে হজযাত্রীরা দুইটি প্যাকেজের আওতায় (৩৯৭,৯২৯ টাকা অথবা ৩৩১,৩৫৯ টাকা) প্রাক রেজিস্ট্রেশন করার সময়ে ২৮ হাজার টাকা জমা দিয়েছিলেন। তাদের বাকি অর্থ রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
যারা ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে হজ করেছেন, এবং যারা গত বছর সৌদি ভিসা পেয়েছেন অথচ হজ করেননি তাদের জন্য নিয়মটি একটু আলাদা। তারা যদি এ বছরও হজ করতে চান তবে তাদেরকে ২,১০০ সৌদি রিয়ালের সমপরিমাণ অর্থ (৪৬,৯৩৫ টাকা) জমা দিতে বলা হয়েছে।
অর্থের পাশাপাশি হজযাত্রীদের পাসপোর্টের স্ক্যান করা কপিও জমা দিতে হবে হজের ই-রেজিস্ট্রেশনের সময়ে।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, মোট ১২৭,১৯৮ জন ব্যক্তি এ বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন। তাদের মাঝে সরকারি ব্যবস্থাপনায় ৭,১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২০,০০০ জন হজ করবেন।
চাঁদ ওঠার ওপর নির্ভর করে এ বছর আগস্টের ২১ তারিখ হজ হতে পারে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন
সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন