শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

স্বাক্ষর জালিয়াতিতে ঋণ: কলারোয়া পাইলট হাইস্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ৮ শিক্ষক-কর্মচারীর

স্বাক্ষর ও সীল জালিয়াতি করে ঋণ উত্তোলন করার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকীবের বিরুদ্ধে। প্রধান শিক্ষকসহ ৮ শিক্ষক-কর্মচারীর স্বাক্ষর ও সীল জালিয়াতি করে ঋণ উত্তোলনের অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সোমবার কলারোয়া থানায় তার বিরুদ্ধে পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক আবদুর রব, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান,মনিরুজ্জামান,জাহিদ হোসেন,আব্দুর রব মাসুম,তপন কুমার ঘোষ, শেখ আশরাফুল কবীর ও পিউন বিলাল হোসেন।

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের অভিযোগের ঘটনাটি মুখোরোচক খবরে পরিণত হয়েছে অনেকের মাঝে।

অভিযোগকারী প্রধান শিক্ষক আবদুর রব সাংবাদিকদের জানান- তার স্কুলের সহকারী প্রধান শিক্ষক উপজেলার কাদঁপুর গ্রামের মৃত ছানাউল্লাহ’র ছেলে আব্দুর রকীব, তার স্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু ও তার স্বাক্ষর ও সীল নকল করে তাদের জামিনদার সাজিয়ে বিগত ২২/১১/১৫ ইং তারিখে ইসলামী ব্যাংক কলারোয়া শাখা হতে নিজ নামে দুই লক্ষ টাকা ঋণ উত্তোলন করে। যা গত ২৬/৪/১৭ ইং তারিখে ব্যাংক কর্তৃপক্ষ নোটিশ দিলে তিনি ও সাবেক সভাপতি জানতে পারেন।

অভিযোগকারী সহকারী শিক্ষক আব্দুর রব মাসুম জানান- তার স্বাক্ষর জালিয়াতি করে জামিনদার সাজিয়ে ওই সহকারী প্রধান শিক্ষকের স্ত্রী কামরুন্নাহার নামে ১৪/৬/২০১১ইং তারিখে রূপালী ব্যাংক শাখা হতে ২ লক্ষ টাকা ঋণ উত্তোলন করে। তিনি আরো জানান- তার নিকট হতে ওই সহকারী প্রধান শিক্ষক নগদ ১ লক্ষ ২৭ হাজার টাকা ধার নিয়ে আজও দেয় নাই।

অপর অভিযোগকারী সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান- তার স্বাক্ষর জালিয়াতি করে জামনিদার সাজিয়ে ওই সহকারী প্রধান শিক্ষক তার বড় ভাইয়ের স্ত্রী ফাতিমা খাতুনের নামে একই তারিখে রূপালী ব্যাংক কলারোয়া শাখা হতে ২ লক্ষ টাকা ঋণ উত্তোলন করে।

অভিযোগকারী শিক্ষক তপন কুমার ঘোষ ও জাহিদ হোসেন জানান- তাদের স্বাক্ষর জালিয়াতি করে জামিনদার সাজিয়ে ওই সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকীব কাঁদপুর গ্রামের জনৈক সাহেব আলী এবং শাহাবুদ্দীনের নামে ভূয়া কাগজপত্র তৈরী করে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা ঋণ উত্তোলন করে নিজ আত্মসাৎ করে। অথচ ঋণ গ্রহীতা ও তারা দুই জন জামানদাতা আদৌ জানেনা।

অভিযোগকারী শিক্ষক মনিরুজ্জামান ও পিউন বিলাল হোসেন সাংবাদিকদের জানান- ওই সহকারী প্রধান শিক্ষক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে তাদের দুই জনের স্বাক্ষর জোরপূর্বক করিয়ে নিয়ে কলারোয়া রুপালী ব্যাংক শাখা থেকে বিলালের নামে ২ লক্ষ ৫০ হাজার ও শিক্ষক মনিরুজ্জামানের নামে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা সোনালী ব্যাংক হতে ১ লক্ষ টাকা ঋণ উত্তোলন করে নেয়। যা ৩১/১২/২০১৫ ইং তারিখের মধ্যে ঋন পরিশোধ করে দেবে বলে গত ২৭/৭/২০১৫ তারিখে অত্র বিদ্যায়য়ের ৩৯ জন শিক্ষক-কর্মচারী স্বাক্ষরিত রেজুলেশন করা হয়। অথচ আজও পর্যন্ত ওই পিউন ও শিক্ষকের টাকা পরিশোধ করে নাই তিনি।

শিক্ষক আশরাফুজ্জামান জানান- তার নিকট থেকে বিগত ২০১২ সালে ওই সহকারী প্রধান শিক্ষক ২ লক্ষ টাকা ধার নেয়। এখনও পর্যন্ত তার ৩০ হাজার টাকা পাওনা আছে। যা ৩১/৮/২০১৫ ইং তারিখের মধ্যে পরিশোধ করবে বলে অত্র বিদ্যালয়ে ৩৯ জন শিক্ষক-কর্মচারী স্বাক্ষরিত রেজুলেশন করা হয়। অথচ আজও পর্যন্ত তিনি সেই ৩০ হাজার টাকা পরিশোধ করে নাই।

বর্তমানে অভিযোগকারী শিক্ষকদের ব্যাংক কর্তৃপক্ষ ঋণ খেলাপী দেখিয়ে নোটিশ জারি করায় তারা জানতে পারেন এবং ওই সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে কলারোয়া থানায় অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকীব সাংবাদিকদের জানান- তার বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের করা হয়েছে তা ভিত্তিহীন। উক্ত অভিযোগের বিষয়ে তার কোন সংশ্লিষ্টতা নেই। প্রধান শিক্ষক তাকে সামাজিকভাবে হেয় করার জন্য শিক্ষকের দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ সাংবাদিকদের জানান- এ ঘটনায় তিনি কয়েকটি লিখিত অভিযোগ পেয়েছেন, অভিযোগ গুলো তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা