মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

স্কুলের সম্পত্তি উদ্ধারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সংবাদ সন্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখলের জন্য একটি মহল কর্তৃক পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও বিদ্যালয় সংশ্লিষ্টদেরকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সচিব উত্তর শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ মনিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন- আশেপাশের কয়েকটি গ্রামের ছেলে-মেয়ের শিক্ষা গ্রহণের সু্বিধার্থে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে উত্তর শ্রীপুর গ্রামে “উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়” নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করি। সে লক্ষ্যে এলাকার সমাজ সেবক মৃত আলহাজ্ব এস,এম খবির উদ্দীন ২০১৫ সালে শ্রীপুর মৌজায় জে.এল নং-১৭৯, সাবেক-২৩২ নং খতিয়ান এস,এ ৪৭১ নং খতিয়ানে লিখিত ১২২৫ দাগে ৩.০৮ একর ও ১২২৬/২৬৫৬ দাগে ১.৫০ একর মোট ৪.৫৮ একর সম্পত্তির মধ্যে ১.০১ একর সম্পত্তি স্কুলের নামে কোবলা দলিল করে দেন। এরপর থেকে উক্ত সম্পত্তি স্কুলের দখলে রয়েছে। দাতা খবির উদ্দীন ওই সম্পত্তি ২০০৪ সালের ৩০ মে মহাদেব চন্দ্র হালদার ও রতন কুমার হালদারের কাছ থেকে ক্রয় করেন। কিন্তু উক্ত সম্পত্তি একই এলাকার মৃত. কোরবান আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম পুটুর বসত বাড়ির সামনে হওয়ায় লোভের বশবর্তী হয়ে সে ওই সম্পত্তি অবৈধভাবে দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। সম্পতি পুটু একটি ভুয়া পাওয়ার অব এটার্নী দেখিয়ে ওই সম্পত্তি তার বলে দাবি করেন। এ বিষয় নিয়ে স্থানীয় ভাবে বসাবসি করলেও কোন সমাধান হয়নি। তিনি অভিযোগ করে বলেন, পুটু যে ব্যক্তির কাছ থেকে পাওয়ার অব এটার্নী পেয়েছেন তার ওই দাগে কোন সম্পত্তি নেই। অথচ ভূয়া কাগজ নিয়ে পুটু স্কুলের সম্পত্তি দখল করার জন্য পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক ও স্কুল সংশ্লিষ্টদের মিথ্যা মামলা জড়ানোর চেষ্টা ও পত্রিকায় মিথ্যে সংবাদ পরিবেশন করেছে। এছাড়া পুটুর ছোট ভাই তারিকুল ইসলাম প্রকাশ্যে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে যাচ্ছে।
গত ৪ ফেব্রুয়ারী সাতক্ষীরা প্রেসক্লাবে পুটু যে সংবাদ সম্মেলন করেছে সেখানে একবারও বিদ্যালয়ের কথা উল্লেখ করেননি। সংবাদ সম্মেলনে পুটুর দেয়া বক্তব্য সম্পূর্ন মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন। পুটুর পরিবারের উপর আমরা কোন ধরনের হামলা বা হুমকি ধামকি প্রদর্শন করিনি। বরং উল্টো পুটু, তার স্ত্রী ও ভাই তারিকুল ইসলাম প্রকাশ্যে দা নিয়ে আমাদের হত্যার করার জন্য ঘুরে বেড়িয়েছে। পুটুর স্ত্রী মর্জিনা স্কুল সংশ্লিষ্টদের নামে শিলতাহানির মামলা দায়েরসহ বিভিন্ন মামলা করার হুমকি দিচ্ছে। তারিকুল এলাকায় দুর্ধষ সন্ত্রাসী হিসাবে পরিচিত। তার অত্যাচারে এলাকাবাসী অতীষ্ট হয়ে উঠেছে।

এলাকাবাসী তার হাত থেকে পরিত্রাণ পেতে চায়। আমরা উক্ত স্কুলের সম্পত্তি উদ্ধার এবং পুটুর মিথ্যে হয়রানির হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র