শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার সরসকাটিতে

স্কুলের মাঠ ব্যবহারের অনুমতি বাতিলে বিপাকে শোক দিবসের অনুষ্ঠান

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বৈত ভুমিকায় আগামী ১৫ই আগষ্টে জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি বাস্তবায়নে বিপাকে পড়েছেন আয়োজকরা। দেখা দিয়েছে অনুষ্ঠানটি পন্ড হয়ে যাওয়ার।

এ ঘটনায় জয়নগর ইউনিয়ন বাসির মধ্যে বিরূপ প্রতিক্রিয়া জন্ম নিয়েছে।

রোববার ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড (উত্তর ক্ষেত্রপাড়া) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান- বিগত ৬/৭ বছর ধরে আমাদের ওয়ার্ডের আওয়ামীলীগের নেতা-কর্মী ও সাধারন মানুষ একত্রে সরসকাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসে আলোচনা অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে আসছি। এবারও আমরা ওই বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করার জন্য গত এক সপ্তাহ আগে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক অমলেন্দু কুমার ঘোষের সাথে আলাপ করি। এরপর তিনি তার স্কুলের মাঠ ব্যবহারের অনুমতি দেন। অনুমতি পেয়ে রোববার সকালে ওই মাঠে মঞ্চ তৈরীর কাজ শুরু করি। কিন্তু হঠাৎ দুপুর বারটার দিকে ওই প্রধান শিক্ষক আমাদেরকে জানিয়ে দেন ১৫ আগষ্টে স্কুলের মাঠ ব্যবহার করা যাবে না। প্রধান শিক্ষকের এহেন আচরনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান এবার পন্ড হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিপাকে পড়েছি আমরা।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু ঘোষের সাথে তাঁর ০১৭২০-৫৮৯৮৮৭ নং মুঠো ফোনে কথা হলে তিনি জানান- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কলারোয়া থানার ওসি স্যার আমাকে নির্দেশ দিয়েছেন আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে স্কুলের মাঠ ব্যবহার করতে দেওয়া যাবেনা। তবে এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, আমি ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আ. আলিমকে জাতীয় শোক দিবসে স্কুলের মাঠ ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছিলাম।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদের সাথে বিষয়টি নিয়ে তাঁর ০১৭১৭২৩৯৯৮৯ নং মুঠো ফোনে কথা হলে তিনি জানান- অসম্ভব। জাতীয় শোক দিবসে মাঠ ব্যবহার করা যাবেনা, আমি কেন বলতে যাব। হেড মাষ্টার আমাকে কেন জড়াচ্ছে। বরং উদ্দ্যেগটা খুবই ভালো। আমাকে দাওয়াত দিলে আমিও ওই অনুষ্ঠানে যাবো।

কলারোয়া থানার অফিসার ইন-চার্জ মারুফ আহম্দে জানান- সরসকাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানান, তাঁর স্কুলের মাঠে একই সময়ে দুটো পক্ষ একই অনুষ্ঠানের আয়োজন করতে চাচ্ছে। এখন কি করব? তখন আমি তাকে বলি স্কুল আপনার। স্কুলের মাঠ আপনার। আপনি এবং আপনার কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেন সেটাই করবেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা