মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সোনা পাচারের দ্বিতীয় স্থানে বেনাপোল বন্দর!!

ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পর সোনাপাচারে বেনাপোল বন্দর দ্বিতীয় স্থানে রয়েছে। সোনার খনিতে পরিণত হয়েছে বন্দর।
গত জুলাই মাসেই কেবল শুল্ক কর্তৃপক্ষ ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে ৯ কেজি সোনা জব্দ করেছে।

এছাড়া জুন মাসের শেষ সপ্তাহে বিজিবি চার কেজি ৬০০ গ্রাম সোনা আটক করে। এ সোনার দাম প্রায় সাত কোটি টাকা।

আন্তর্জাতিক একটি চোরাচালান চক্র বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে বেনাপোল সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার সোনা ভারতে পাচার করছে।

সম্প্রতি ভারতে সোনার ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করার কারণে সোনা পাচার অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এখন বেনাপোল চেকপোস্ট দিয়ে ক্যারিয়াররা পাসপোর্টধারী যাত্রী সেজে মহাজনদের নির্দেশমতো সোনা বহন করে ভারতের মহাজনদের হাতে তুলে দিচ্ছে।

অন্যদিকে বেনাপোলের গাতিপাড়া, বড়আঁচড়া, সাদিপুর ও পুটখালী সীমান্ত দিয়ে মণ মণ সোনা পাচার হচ্ছে।

স্থানীয় একটি প্রভাবশালী চক্র সোনা পাচারের সঙ্গে যুক্ত হয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ চক্রের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের একটি অংশের যোগসাজশ রয়েছে। এদের সহায়তায় অভিনব কায়দায় সোনার চালান কলকাতা, গুজরাট, দিল্লি ও মুম্বাই পৌঁছে যাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে এসব তথ্য।

অনুসন্ধানে জানা যায়- আন্তর্জাতিক পাচার চক্র দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে প্রতিটি ১১৬ দশমিক ৬৪ গ্রাম ওজনের সিল মারা সোনার বার কিনে বিমানযোগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে। পরে হাতবদলের মাধ্যমে ওই সোনা ভারতে পাচারের উদ্দেশে ক্যারিয়ারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর এ ক্ষেত্রে যাতায়াতব্যবস্থার সুবিধার কারণে বেনাপোল সীমান্তকেই অন্যতম পাচার রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- গত ১১ জুলাই ভারতের পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ আবু সালেহ নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে দুই কেজি ৩০০ গ্রাম সোনাসহ আটক করে।
পরদিন ১২ জুলাই শুল্ক গোয়েন্দারা বেনাপোল চেকপোস্ট থেকে ৮০০ গ্রাম সোনাসহ পাসপোর্টধারী যাত্রী পারভেজকে আটক করেন।
১৪ জুলাই একই কর্তৃপক্ষ জালাল আহমেদ নামের এক পাসপোর্টধারীকে ৫৮৩ গ্রাম সোনাসহ আটক করে।
এর পরদিন ১৫ জুলাই শুল্ক কর্তৃপক্ষ দুই কেজি ৭০০ গ্রাম সোনাসহ ঢাকার বাসিন্দা পাসপোর্টধারী যাত্রী রোকসনাকে আটক করে।
১৭ জুলাই শুল্ক গোয়েন্দারা সেলিম হাওলাদার নামের এক ব্যক্তিকে এক কেজি ২৫০ গ্রাম সোনাসহ আটক করেন। গত ২৬ জুলাই শুল্ক কর্তৃপক্ষ ৮০০ গ্রাম সোনাসহ কবীর ও আরিফ নামের দুই ব্যক্তিকে আটক করে।

এমন ঘটনা প্রায়ই ঘটছে এ বন্দর দিয়ে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী