মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় বিদ্যালয়ের সামনে ডাস্টবিন, পঁচা দুর্গন্ধে অতিষ্ঠ ছাত্র-ছাত্রী

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ গজ দূরে কাটিয়া আমতলা মোড় এর মেইন গেইটের বিপরীতে, সাতক্ষীরা-খুলনা মেইন সড়কের পাশে পৌরসভার ডাস্টবিন ময়লা-আবর্জনা ফেলারস্থান থেকে পঁচা-দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় বাতাস দুষিত হয়ে পড়েছে। পঁচা দুর্গন্ধের কারণে স্কুলগামী কয়েক হাজার ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও পথচারিরা চরম বিপাকে পড়েছে। ওই ডাস্টবিনের সামনে দিয়ে তারা মুখ চেপে কোন রকমে চলাচল করছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীরা চরম স্বাস্থ্য ঝুকির মধ্যে পড়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মেইন গেট থেকে মাত্র ৫০ গজ দূরে সাতক্ষীরা-খুলনা মেইন সড়কের পাশে সাতক্ষীরা পৌরসভার একটি ডাস্টবিন রয়েছে। ডাস্টবিনের ঠিক ৫০ গজ দক্ষিণে সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুল। অর্থাৎ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এবং সাতক্ষীরা টাইন গার্লস হাই স্কুলের ঠিক মাঝখানে মেইন সড়কের পাশেই পৌরসভার ওই ডাস্টবিনটির অবস্থান।

প্রতিরাতে এলাকার যাবতীয় ময়লা-আবর্জনা, বর্জ ওই ডাস্টবিনেই ফেলা হচ্ছে। ফলে পঁচা দুর্গন্ধের কারণে ওই এলাকায় চলাচল রিতিমতো কষ্টসাদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে সকালে দুই স্কুলের কয়েক হাজার ছাত্র-ছাত্রী দুর্গন্ধের কারণে ওই এলাকা দিয়ে চলাচল করতে পারছে না। হাত দিয়ে মুখ চেপেধরে তাদেরকে চলাচল করতে হচ্ছে। ফলে এসব শিশু শিক্ষার্থরা চরম স্বাস্থ্য ঝুকিতে পড়ছে।

শুধু স্কুলগামী শত শত শিক্ষার্থী নয়, অভিভাবক এবং পথচারিরাও বিপাকে পড়েছে। তারা ওই এলাকা দিয়ে দুর্গন্ধের কারণে চলাচল করতে পারছে না। তাদের দাবি অবিলম্বে জনগুরুত্বপূর্ণ ওই স্থান থেকে ডাস্টবিনটি সরিয়ে ফেলা হোক।

সাতক্ষীরা পৌরসভার দায়িত্ব প্রতিদিন ভোর হওয়ার আগেই ডাস্টবিনের এসব ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা। কিন্তু পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা তা করছে না। তারা সকাল ৮টার পরে ছাড়া ময়লা সরাতে আসছে না। বিধায় সকালের বাতাস দ্রুত দুষিত হচ্ছে। এলাকার বাতাস ভারী হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ওই এলাকাদিয়ে চলাচল করতে পারছে না।

এলাকাবসী অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি জানান, বিষয়টি আমার জানা ছিল না। তবে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গহণ করবো।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র