মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ইসু মিয়া স্মৃতি এ্যাথলেটিকস সমাপনী

সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র সমাপনী ও পুরস্কার বিতরণ

“মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপি ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিসি মোশারেফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সুকুমার দাস, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, জেলা স্কাউটস্ সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজের পরিচালক আলাউদ্দিন ফারুকী প্রিন্স, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।

আলোচনা সভা শেষে তিনদিন ব্যাপি ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ এর সমাপনীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। জেলা পর্যায়ে তিন দিন ব্যাপি এ মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মীর রাফিউল ইসলাম।

ইসু মিয়া স্মৃতি এ্যাথলেটিকসে্র-২০১৮ সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরার সফল সংগঠক মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়া স্মৃতি তৃতীয় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসু মিয়ার জ্যোষ্ঠ পুত্র সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, ‘মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়া ছিলেন সফল সংগঠক ও জেলার সামগ্রীগ উন্নয়নের দিকপাল। মীর ইশরাক আলী ইসু মিয়া আজো তার কর্ম ও গুণের মাঝে মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার স্মৃতিতে প্রতিবছর এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ ধরনের আয়োজন জেলার ক্রীড়াঙ্গণে নতুনমাত্রা যোগ হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়ার মেঝ ছেলে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী, ছোট ছেলে মীর মহিতুল আলম মহি, মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়ার পৌত্র মীর তানজীর আহমেদ, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাহানা মহিদ, পৌর কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য সৈয়দ হায়দার আলী তোতা, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, হাফিজুর রহমান খান বিটু, রুহুল আমিন, শেখ মাসুদ আলী প্রমুখ।

মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়া স্মৃতি তৃতীয় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ৫০টি ইভেন্টে ২শ ৫০ জন প্রতিযোগি অংশ নেয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শফিউল ইসলাম খান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র