বুধবার, নভেম্বর ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় ছাত্রীর মৃত্যুর ঘটনায় অপরাধীদের শাস্তির দাবীতে মানববন্ধন

সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেনির মেধাবী ছাত্রী আসপিয়া খাতুনের অকাল মৃত্যুর ঘটনায় অপরাধীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ঘটিকায় মানববন্ধনে যোগ দেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, স্কুল্রে প্রধান শিক্ষকসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

মানববন্ধনে সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, আটক বখাটে মেহেদী হাসান সহ এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

জানা যায়, সাতক্ষীরায় বখাটে মেহেদী হাসানের অত্যাচার সহ্য করতে না পেরে আসফিয়া খাতুন চাঁদনী (১৬) নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯ টার দিকে বাড়ির সবার অজান্তে ঘরের ভিতর গলায় রশি পেঁচিয়ে মেয়েটি আত্মহত্যা করে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসানকে গ্রেফতার করেছে।

চাঁদনী সাতক্ষীরা পৌরসভার বাগানবাড়ী এলাকার স্বামী পরিত্যাক্ত তফুরা খাতুনের কন্যা ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ শ্রেণির মেধাবী ছাত্রী। সোমবার সকাল ৯টায় বাগানবাড়ীস্থ নিজ বাড়িতে এঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বাগানবাড়ি এলাকার শফিকুল ইসলামের ছেলে বখাটে মেহেদী হাসান (২২) প্রায় ওই মেয়েটিকে উত্যক্ত করতো। এলাকায় মেয়েটি চলাফেরা করতে পারতো না। স্কুলে যাওয়া-আসার পথেও বখাটে মেহেদী তাকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিতো। এ ঘটনার জের ধরে সোমবার সকালে চাঁদনী সবার অজান্তে নিজ ঘরের মধ্যে আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা হত্যা করে বলে পরিবারের অভিযোগ। তার পিতা আব্দুল গফফার কয়েকবছর পূর্বে তার মাতাকে ত্যাগ করে অন্যত্র বিয়ে করে চলে যায়।

চাঁদনীর পিতা আব্দুল গফফার বলেন, বখাটে মেহেদী হাসান প্রায় তার মেয়েকে উত্যক্ত করতো। মেহেদীর অত্যাচার সহ্য করতে না পেরে তার মেয়ে আত্মতহ্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

আটক মেহেদির বাবা শফিকুল ইসলাম জানান, আমার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি আরো জানান, জামা-কাপড় কেনা-কাটা নিয়ে রাতে সে তার মায়ের সাথে ঝগড়া করে। এর জের ধরে সে আতœহত্যা করতে পারে বলে তিনি ধারনা করছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার বিষয়ে বলেন, মেহেদী হাসান নামের ওই বখাটেকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি। নিহতের পরিবার ও আশপাশের লোকজন মনে করে মেহেদীর কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। এলাকায় এ নিয়ে গুঞ্জন রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, লাশ দাফনের আগেই বখাটে যুবক মেহেদিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তারা আরো জানান, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র