শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় ‘আল্লাহর পথে যাচ্ছি’ লিখে বাড়ি ছাড়লো স্কুলছাত্র !! খুঁজছে পুলিশ

‘আল্লাহর পথে যাচ্ছি’ চিঠি লিখে সাতক্ষীরা শহরের এক কিশোর বাড়ি ছেড়েছে বলে দাবি করেছে তার পরিবার।

নিজের পড়ার টেবিলে চিঠিটি রেখে শুক্রবার ঘরছাড়া কিশোরকে খোঁজাখুজি করেও শনিবার দুপুর পর্যন্ত কোনো সন্ধান পায়নি পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন- ‘শুক্রবার বাড়ি ছাড়ার বিষয়টি জানার পর পুলিশ মাঠে নেমেছে।’

কিশোরের পরিবারের সদস্যরাসহ প্রশাসন প্রাথমিকভাবে মনে করছে, জঙ্গিবাদে জড়িয়ে এমন কাজ করেছে এই ছাত্র।

তাকে উদ্ধার করা না গেলে সে বড় ধরনের নাশকতায় জড়িয়ে পড়তে পারে বলে মনে আশঙ্কা করছেন ওসি।

এই কিশোরের স্কুলের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ উদ্বেগ প্রকাশ করে বলেন, সে বরাবরই স্কুলে মেধাবী ও ভদ্র হিসেবে পরিচিত ছিল।

“শনিবার সকালে স্কুলে এসে ছাত্রটির বাবা ঘটনা জানানোর পর থেকে স্কুলের সবাই চিন্তিত।”

এক পুলিশ কনস্টেবলের সন্তান ওই কিশোরের শ্রেণি শিক্ষক মোস্তাফিজুর রহমান ও স্কুলের বন্ধুরা জানায়, সে কিছুদিন যাবত বন্ধুদের ‘আল্লাহর পথে চলার’ আহ্বান জানিয়ে আসছিল।

এ ঘটনার পর স্কুল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ‘সাতক্ষীরায় জঙ্গি প্রবণতা পুরাতন খবর। একজন মেধাবী ছাত্র ‘আল্লাহর পথে যাচ্ছি’ চিঠি লিখে বাড়ি ছাড়ার ঘটনাটি উদ্বেগজনক।’

তিনি স্কুলে জঙ্গিবাদবিরোধী ক্যাম্পেইন করবেন বলে জানিয়ে বলেন- ‘তবে তার আগে ছেলেটিকে উদ্ধার করা যায় কি না তার জন্য পুলিশ প্রশাসনকে বলেছি।’

জানা গেছে- মেধাবী ওই কিশোর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এই ছাত্র। লেখাপড়া ও বিতর্কে বরাবর ভালো করে আসা পুলিশের এক কনস্টেবলের ১মেয়ে ও ৩ছেলের মধ্যে দ্বিতীয়। তারা থাকে মুনজিতপুরের ভাড়া বাড়িতে। শুক্রবার বাড়ির পড়ার টেবিলে চিঠি লিখে বাড়ি ছাড়ে সে। বাড়ির লোকজন ও পুলিশ খোঁজাখুজি করলেও কোনো সন্ধান বের করতে পারেনি।

স্কুলের শ্রেণীশিক্ষক মোস্তাফিজুর রহমান ও স্কুলের বন্ধুরা জানায়- সে কিছুদিন যাবত বন্ধুদের বলছিল ‘আল্লাহর পথে চলো। জঙ্গি বলে কিছু নেই, আমি ব্যাপারটা নিয়ে বোঝার চেষ্টা করছি, তোমাদেরও বোঝাব’। শিক্ষকরা বলছে সে সর্বদা ভাল ছাত্র ও গম্ভীর প্রকৃতির ছিল।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন- ‘দেশের প্রায় প্রত্যেক জঙ্গিবাদী ঘটনায় সাতক্ষীরার ছাত্র-যুবকদের সম্পৃক্ত থাকার কারণে এলাকার মানুষ শংকিত। তাকে উদ্ধার করা না গেলে সেও বড় ধরনের নাশকতামূলক কাজে নিজেকে জড়িয়ে ফেলতে পারে।’

সূত্র : বিডি নিউজ২৪ ডটকম।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র