রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা-১ আসনে আবারো ১৪ দলের প্রার্থী হবে মুস্তফা লুৎফুল্লাহ : মেনন

বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন- ‘জামায়াত জোট সরকারের দু:শাসন এদেশের মানুষ আর দেখতে চায় না। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে আমার সরকার। এদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ণ। মধ্য আয়ের দেশে পরিণত করে বিশ্বের বুকে রোল মডেল হিসেবে বিবেচিত করেছে শেখ হাসিনার সরকার। আমরা যদি নিজেদের দিকে তাকায় তবে দেখব কি পরিবর্তন এসেছে।’

রবিবার বিকাল ৩টায় সাতক্ষীরার তালায় দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন- ‘২০১৩ সালের পর জামায়াত জোট সরকারের জ্বালাও পোড়াও এর বিরুদ্ধে সাহসী ভুমিকা রেখেছে তালা-কলারোয়া আসনের এমপি মুস্তফা লুৎফুল্লাহ। ২০১২ সাল থেকে ছাত্ররা সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ সংসদে উত্থাপনের পর সরকার তা আমলে নিয়েছে। তাই আবারও তালা-কলারোয়ায় ১৪ দলের প্রার্থী হবে মুস্তফা লুৎফুল্লাহ।’

তালা উপজেলা ওয়ার্কাস পার্টির উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে সম্মেলন উপলক্ষ্যে উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়।

তালা উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক সরদার রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য (তালা-কলারোয়া)-১ আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, পলিট ব্যুরো সদস্য দীপঙ্কর সাহা দীপু, সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক সাবির হোসেন ও ফাহিমুল হক কিসলু।

সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সদস্য স্বপন কুমার শীল।

অনুষ্ঠান পূর্বে তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মন্ত্রী রাশেদ খান মেনন।

এসময় প্রেসক্লাবের দ্বিতল ভবনের দাবি সমুহ প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নিকট পৌছানোর আহবান জানানো হয়।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি আরো বলেন- ‘ক্ষমতার চাবিকাটি ডাকাতদের হাতে জনগণ কোনদিন তুলে দেবেনা। বিএনপি’র মাথায় কাঠাল ভেঙে কোষ খাবার চেষ্টা করছে কামাল, মান্না, রবসহ একটি চক্র। তাদের এ আশা কোনদির পূরণ হবেনা। তিনি আরও বলেন, নির্বাচন নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য। কারণ তারা ভালোভাবেই জানে যে তাদের সাত দফা দাবী পূরণ হবার নয়। তারপরও এনিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা।’
তিনি বলেন- ‘বাংলাদেশ এখন এগিয়ে চলেছে, সেটা নিজেদের দিকে তাকালেই বোঝা যায়। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। কৃষকদের উৎপাদিত ধান ও সবজি দেশেরে চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানী হচ্ছে। সাতক্ষীরার আম বিদেশ যাচ্ছে, ওষুধও রপ্তানি করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন শোভা পাচ্ছে।’

স্থানীয় (তালা-কলারোয়া আসনের) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বিগত ৫ বছর এলাকার উন্নয়নে সোচ্চার ছিলেন। আগামী নির্বাচনেও তিনি এ আসনে ১৪ দলের প্রার্থী হবেন বলে ঘোষণা করেন সরকারের এ মন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী