পড়ুন ইংরেজিতেও...
সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময় সভা
জলাবদ্ধতা নিরসন, সকল নদী খাল পূর্নখনন, বাইপাস সড়ক আলীপুর চেকপোস্ট পর্যন্ত সম্প্রসারণ, সাতক্ষীরা পাবলিক বিশ্ববিদ্যালয়, সুন্দরবন এলাকায় পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র ও ভোমরাস্থল বন্দরকে আধুনিকায়নের দাবিতে সোমবার বিকালে নাগরিক আন্দোলন মঞ্চের এক মতবিনিময় সভা নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আহ্বায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সদস্য সচিব আলীনুর খান বাবুলের পরিচালনায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার ও স্বপন শীল, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ারের সভাপতি ডা:সুশান্ত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড.ওসমান গণি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, অগ্রগতির পরিচালক আব্দুস সবুর, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী, জেলা রেস্তোর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, বাসদের সংগঠক এড. খগেন্দ্র মন্ডল, সাংবাদিক বরুণ ব্যনার্জী, সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক পলাশ রহমান, আমির হোসেন খান চৌধুরী, সুশীলনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, উত্তরনের এড. মনির উদ্দীন, রওনক বাসার, লোদী ইব্রাহিম, ওমর আলী সরদার প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতার নিরসনের জন্য অবিলম্বে সাতক্ষীরার বেতনা, প্রাণ সায়ের খাল, মরিচ্চাপসহ সকল নদী,খাল খনন, সকল বিলের অপরিকল্পিত চিংড়ী চাষ বন্ধ এবং পানি নিস্কাশনের সংযোগ খালগুলো খনন করা না গেলে সাতক্ষীরা জেলা ব্যাপি ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়তে হবে। এই ব্যাপারে প্রশাসনকে বার বার বলা শর্তেও প্রশাসন জলাবদ্ধতা নিরসনের কোন ব্যবস্থা গ্রহণ করছে না। অবিলম্বে যদি প্রশাসন পানি নিস্কাশনের ব্যবস্থা না করে তবে সাতক্ষীরা জেলায় অনেক নতুন নতুন এলাকা জলাবদ্ধতার শিকার হবে। এছাড়া সাতক্ষীরার মানুষের প্রাণের দাবি বাইপাস সড়কটি সম্প্রসারণ করে আলীপুর চেকপোস্ট পর্যন্ত বর্ধিত করা, সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পৌরসভাসহ জেলার সকল রাস্তাঘাট দ্রুত মেরামত, রেল লাইন, সুন্দরবনকে পরিবেশন বান্ধব পর্যটন শিল্প গড়ে তোলা এবং ভোমরাস্থল বন্দরে আধুনিক অবকাঠামো নির্মাণ করে সকল পণ্য আমদানি রপ্তানির ব্যবস্থা গ্রহণের জন্য আগামী বাজেটে বরাদ্ধ রাখার আহ্বান জানান। সভা শেষে জলাবদ্ধতার নিরসনের জন্য হাফিজুর রহমান মাসুমকে আহবায়ক, ইঞ্জিনিয়র আবিদুর রহমান, আব্দুস সবুর, পলাশ রহমান, এড. মনির উদ্দীন, মনিরুজ্জামান ও রওনক বাসারকে সদস্য করে একটি উপ-কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের জন্য কিধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি লিখিত তথ্য নির্ভর প্রতিবেদন তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী মার্চ এর ৩য় সপ্তাহে যে কোন দিন সাতক্ষীরার একটি গোল টেবিল বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
Satkhira Citizen’s Movement Mancha meeting
A meeting of the Citizen’s Movement Forum on Monday afternoon demanded the expansion of the water logging, the expansion of the Bypass Road Alipore checkpost, Satkhira Public University, the environment friendly tourism center in the Sundarbans area and the port of Bhomorastha port. In the chairmanship of Fahimul Huq Kislur, the meeting was held in the auditorium of Freedom Fighters under the direction of member secretary Alinur Khan Babul.
Speaking on the meeting, Principal Principal Abdul Hamid, Principal Subhash Sarker, District Jasad President Kazi Riaz, Joint Convenor of Civil Movement Manch Sudhangshu Shekhar Sarkar and Swapan Shil, Senior Citizen Welfare President Dr Sushanta Kumar Ghosh, General Secretary Engineer Abidur Rahman, Satkhira Judge’s PP, Prof. Osman Gani, editor of Daily Satkhira, Hafizur Rahman Masum, Ira Director Abdus Sabur, district JSD general secretary Zakir Hossain Laskar Shelly, District restora Owners Association President Alhaj Nurul Islam, BSD organizer Ed. Khagendra Mandal, journalist Varun Bannerjee, CPB’s former general secretary Palash Rahman, Amir Hossain Khan Chowdhury, district representative of Sushil Moniruzzaman, Uttara Ed. Monir Uddin, Raonak Bashar, Lodi Ibrahim, Omar Ali Sardar and others.
Speakers at the meeting said that water logging is the biggest problem of Satkhira. Satkhira district will be affected due to extensive water logging if the canals of Satkhira are not excavated immediately after the expulsion of the water supply, all the rivers, the canal digging, the un-irrigated shrimp cultivation of all the bills, and the drainage of the water discharges will not be excavated. In this regard, the administration has not taken any measures to overcome the waterlogging conditions. Immediately if the administration does not arrange water dispensation, many new areas in Satkhira district will be affected by water logging. Besides, the demand for the life of the people of Satkhira extended bypass road to Alipore checkpost, establishment of public university in Satkhira, rapid repair of all roads in the district, constructing friendly tourist industry of railway lines, Sundarbans and building modern infrastructure at Bhomarasthal port, For the budget to be allocated in the next budget Please tell us. After the meeting, Hafizur Rahman Masum, convenor of Engineer Abidur Rahman, Abdus Sabur, Palash Rahman, Ed. A sub-committee was constituted with members of Monir Uddin, Moniruzzaman and Raounak Bassar. It is decided that this committee should prepare a written data-based report for the next monsoon to resolve the water logging process. A round table meeting of Satkhira has been decided on any day in the 3rd week of March.
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন