মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলের সভাপতির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যতা প্রমানিত হওয়ায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না এবিষয়ে কারণ দর্শনো দেওয়া হয়েছে।
যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মোঃ আহসান হাবীব এ কারণ দর্শনোর নোটিশ দিয়েছেন।
ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সৈয়দ ইমামুল মুসলেমিনের আনিত অভিযোগ সূত্রে জানা যায়- ৯ জুলাই ২০১৭ তারিখে টাউন গার্লস হাইস্কুলের সাবেক সভাপতি সৈয়দ ইমামুল মুসলেমিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর চেয়ারম্যান বরাবর সরকারি নীতিমালা ও বোর্ডের নির্দেশনা অমান্য করে সিদ্ধান্ত গ্রহণের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পত্রে উল্লেখিত আছে কয়েকবার বহিরাগত ব্যক্তি নিয়ে ক্লাস বন্ধ করে গান আবৃত্তি, মেয়েদের গান শিখানোর নাম করে বহিরাগতদের স্কুলের ভিতরে নিয়ে যাওয়া ও স্কুল থেকে গান শিখানোর নাম করে মেয়েদেকে বাহিরে নিয়ে যাওয়া। সভাপতির হবার আগেই আলমগীর নিজেকে সভাপতি দাবী করে দাওয়াত পত্র বিলি করে। এছাড়াও আলমগীরের বিরুদ্ধে আরও বিভিন্ন বিষয় অভিযোগ করা হয়। অভিযোগ গ্রহণের পর যশোর বোর্ড টাউন গার্লস হাই স্কুলের সাবেক সভাপতি সৈয়দ ইমামুল মুসলেমিনের আনিত অভিযোগ তদন্তের জন্য জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরার তদন্তের নিদ্দেশ দেন। এই নির্দেশে অনুযায়ী জেলা শিক্ষা অফিসার তদন্ত করে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের সত্যতা পান। অভিযোগ প্রমানিত হওয়ায় আলমগীর কবিরকে ১২ অক্টবর ২০১৭ তারিখে সাত কর্মদিবসের মধ্যে অভিযোগের কারণ ব্যাখা করার জন্য বলা।

অবৈধ মৎস ঘেরের কারণে পানিবন্দী শহরের ৬০ পরিবার
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে গত ৩দিন ধরে চলতে থাকা থেমে থেমে ঝড়ো হওয়ার সাথে ভারী বর্ষণের ফলে সাতক্ষীরা জেলার নিন্মাঞ্চলসহ পৌর এলাকার অধিকাংশ সড়ক হাটু পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি কয়েক হাজার চিংড়ি ঘের ও পুকুরের মাছ বৃষ্টির পানিতে ভেসে গেছে। নদ-নদীর পানি স্বাভাবিক চেয়ে বৃদ্ধি পাওয়ায় পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী টাবরারডাঙ্গী এলাকায় ব্যাপক জলবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে পানি বন্ধি হয়েছে ৬০ টির ও বেশি পরিবার। অধিকাংশ ঘর-বাড়ি হাঁটু পানিতে প্লাবিত হয়ে সাধারন মানুষের দুর্ভোগ চড়মে পৌচেছে। এলাকার বাসিন্দা আল আমিন খান সুমন জানান, ঘরের মধ্যে হাঁটু পানি। ঘরে বসবাস করাই দুরহ হয়ে উঠেছে। রান্না খাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। টাবরারডাঙ্গী এলাকার নাম জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি জানান ভারী বৃষ্টিতে টাবরারডাঙ্গী এলাকার অধিকাংশ বাড়িতে রান্নাবান্না বন্ধ। পানিবন্দি হয়ে গরু ছাগল নিয়ে চড়ম দুর্ভোগের মধ্যে রয়েছে মানুষ। চিংড়ি ঘেরে অবৈধভাবে নেট পাটা ও বেড়িবাঁধ দেওয়ার কারেন পানি সরার কোন উপায় নেই আমরা এই এলাকার কয়েকশ মানুষ পানি বন্দি হয়ে আছি আজ তিন দিন দেখার কেউ নেই। নাম জানাতে অনিচ্ছুক এক মহিলা বলেন, শহিদুল কাউন্সিলরের ঘেরসহ কয়েকটি মৎস ঘেরের ভিতর দিয়ে আগে এখানকার পানি এল্লারচরের খালে যেত, কিন্তু এবছর তারা পানি যেতে দিচ্ছে না খালের মুখ আটকে রেখেছে এ কারনে আমাদের বাড়ির উঠানে আজ তিন দিন যাবত পানি। এ বিষয়ে কাউন্সিলর শহিদুল ইসলামের সাথে মোবাইলে (০১৭১-৫১৪৩২৪৭)-এ যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পানি আটকাইনি। নদীতে পানি বৃদ্ধি হওয়ার কারণে পানি ঢুকেছিল। এখন পানি নেমে যাচ্ছে।”

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র