শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা ও শ্যামনগরে বজ্রপাতে ৪জন নিহত

সাতক্ষীরায় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৮ জন।

সোমবার দুপুর সাতক্ষীরা সদরের বৈকারি ও শ্যামনগরের গুমনতলী গ্রামে এ ঘটনটি ঘটে।

নিহতরা হলেন- সদরের বৈকারি গ্রামের আব্দুস সালামে ছেলে সাজু হোসেন (২৫), ভোমরা উইনিয়নের তেঘোরিয়া গ্রামের আবুল খায়ের, শ্যামনগরের গুমনতলী গ্রামের শ্রীকান্ত দাশের স্ত্রী জোৎসা মন্ডল (৩৫) ও মুজিদ মোল্লার স্ত্রী জিন্নাহতুননেছ (৩২)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান- গুমনতলী মৎস্য সেটে নারী শ্রমিকরা কাজ করছিল। এ সময় আকষ্মিক বজ্রপাত হলে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে বৈকারি ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামান অসলে জানান- ৩/৪ জন কর্মচারি নিয়ে সাজু তার নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিল। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে সে তার কর্মচারিদের নিয়ে বাড়ি আসছিলেন। পতিমধ্যে আকস্মিক বজ্রপাতে সাজু হোসেন ঘটনাস্থলে নিহত হন। আহত হন ২ জন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেবহাটায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত, আহত ২

সাতক্ষীরার দেবহাটায় পরিবহন, মোটর সাইকেল ও ইঞ্জিন ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহতসহ আহত হয়েছে ২ জন।

রবিবার বিকালে উপজেলার সেকেন্দারা মোড়ে ত্রিমুখী সংঘর্ষে দূর্ঘটনা ঘটে।ত্রিমুখী সংঘর্ষে নিহত ব্যক্তি হচ্ছে একই উপজেলার কুলিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (১৮)।

আহতদেরকে উদ্ধার করে প্রথমে দেবহাটা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে- রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকার কিংফিসার পরিবহন (যশোর-ব-১১-০১৫০) সাতক্ষীরার দিক থেকে কালীগঞ্জ দিকে যাচ্ছিলো। পরিবহনটি দেবহাটা উপজেলার সেকেন্দারা মোড়ের নিকটে পৌছালে একই সময় মোটর সাইকেল (সাতক্ষীরা- হ- ১২-৫২৯৪) ২ জন যাত্রী পারুলিয়ার দিক থেকে কুলিয়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় একই স্থানে একটি ইঞ্জিনভ্যান যাত্রী নিয়ে কুলিয়ার দিকে যাওয়ার সময় ভ্যানটিও বাসের সাথে সংঘর্ষ হয়।
ত্রিমুখী এই সংঘর্ষে কুলিয়া গ্রামের হাবিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়।
আহত হয় অপর ২ জন। আহতদের একজন হলো দেবহাটা উপজেলার খাসখামার গ্রামের আব্দুল গফফারের ছেলে গোলাম রসুল (৩৮)।
স্থানীয়রা আহতদেরকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।
এছাড়া অপর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় প্রেরণ করেন।
খবর পেয়ে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌছান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে তবে বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র