সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সড়ক দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরা বিআরটিএ’র নানামুখী উদ্যোগ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল জেলাতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তাদের এ কাজে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। জেলায় সড়ক দুর্ঘটনা কমাতে ও পরিবহণ সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রায় প্রতিদিনই মোটরযানের উপর মোবাইল কোর্ট, জেলা আঞ্চলিক আঞ্চলিক কমিটি ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হওয়াসহ সভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন পয়েন্টে গাড়ি চালক যাত্রীদের সচেতনতার লক্ষ্যে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়ে থাকে। সম্প্রতি সড়ক দুর্ঘটনা কমাতে গাড়িচালক ও পথচারীদের সচেতনতার লক্ষ্যে যশোর সড়কের নাভারণ মোড় থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কে বিআরটিএ ও পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পরিবহণ চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা তৈরি করতে সড়কের পাশে সচেতনতামূলক বার্তা দিয়ে হলুদ রঙয়ের স্থায়ী বিলবোর্ড বসানো হয়েছে। এসব বোর্ডে লেখার আছে, ‘গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকুন’, ‘ক্লান্ত, অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন’ প্রভৃতি।

এ ব্যাপারে ট্রাক চালক মোঃ আবুল হোসেন বলেন, চলাচলের পথে এসব বিলবোর্ড চোখে পড়লে আমরাও একটু সাবধান হতে পারি। আসলেই গাড়ি চালানোর সময় সচেতনভাবে চালানো উচিত। দুর্ঘটনাগুলোর বেশিরভাগই অসাবধানতাবশত হয়ে থাকে।

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক এর ছাত্রী লিয়া মনি বলেন, আগে আমাদের অর্থাৎ পথচারীদের সচেতন হতে হবে, নিজেদের মধ্যে আগে পরির্বতন আনতে হবে। তাহলে দুর্ঘটনা কমবে। আমার মনে হয় গাড়ি চালকদের নিয়ে আলাদাভাবে সচেতনামূলক প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয়ভাবে চালক হেলপার কন্ট্রাকটারদের স্ব স্ব শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট মালিক সমিতি মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পইন ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে সড়ক দুর্ঘটনা রোধে আরও বেশি কার্যকর হবে। আর নতুন বিলবোর্ডগুলো মানুষ আগ্রহ নিয়ে পড়ছে। এগুলো সামান্য হলেও মানুষের মনে সাড়া দেবে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম বলেন, সাধারণ মানুষকে আগে সচেতন হতে হবে। তাহলে চালকরাও সচেতন হবে। আর এসব বিলবোর্ড অবশ্যই মানুষের মাঝে সচেতনতা তৈরি করবে। এর পাশাপাশি গাড়ির মালিকপক্ষ থেকে যদি চালকদের নিয়োগপত্র প্রদানের ব্যবস্থা করা যায়, তাহলে দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে।

সাতক্ষীরা বিআরটিএ’র সহকারি পরিচালক প্রকৌশলী তানভির আহমেদ চৌধুরী বলেন, চালক ও পথচারীদের সচেতন করতে জেলা পুলিশ, বিআরটিএ’র উদ্যোগে ও র‌্যাংগস মটরস লিমিটেডের সহযোগিতায় আমরা এ বিলবোর্ডগুলো বসিয়েছি। এর মাধ্যমে মানুষের মাঝে কিছুটা হলেও সচেতনতাবোধ তৈরি হবে। চালক ও পথচারীদের সচেতন করতে বড় ধরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী মাস থেকে আমরা নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পইন করবো। তিনি আরো বলেন আমি সাতক্ষীরাতে যোগদানের পর থেকে গ্রাহকদের সেবার মান উন্নত ও দ্রুত দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। আমার এখানে এখন আর কাজ নিয়ে দালাল ধরা লাগে না কোন কাজ নিয়ে ঘুরতে হয় না যে কোন সঠিক কাজ সাথে সাথে গ্রাহক পেয়ে যান। আমাদের নিজস্ব ভবন ও বর্তমানে রুম সংকটের কারণে কাজের অনেকটা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। তিনি প্রতিষ্ঠানটির নিজস্ব ভবন ও প্রয়োজনীয় সংখ্যক রুম পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র