শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

শ্যামনগরে পুলিশ ভ্যানে বোমা নিক্ষেপ, আটক ২

সাতক্ষীরার শ্যামনগরে পেট্রোল ডিউটিরত পুলিশ ভ্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দূর্বত্তরা।
শুত্রুবার রাত ২টার দিকে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে ঘোলা সংলগ্ন গাংয়াটি ব্রিজির উপরে এ সন্ত্রাসী কর্মকান্ড ঘটে। এ সময়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হলেও অন্যেরা পালিয়ে যায়। আটককৃতরা হলো উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে কাশিমাড়ি গ্রামে জিয়াদ আলী সানার ছেলে জামিরুল আলম বাবলু ও নকিপুর গ্রামে মৃত আব্দুল করিম গাজীর ছেলে ফজের আলী গাজী। তবে এ ঘটনায় পুলিশ সদস্য সহ গাড়ির কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ মান্নান আলী জানান, নিরাপত্তা দায়িত্ব পালনে ঘটনাস্থলে যাওয়ার পথে দলবদ্ধ দূর্বত্তরা পুলিশকে লক্ষ্য করে পর পর বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় শুত্রুবার সকালে শ্যাামনগর থানায় ৬নং মামলা হয়েছে।

আশাশুনিতে স্কুল ছাত্রী ধর্ষনের শিকারে ১মহিলা গ্রেফতার

সাতক্ষীরার আশাশুনিতে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে আশাশুনি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষকের স্ত্রী বানু বেগমকে বৃহস্পতিবার রাতে আটক করেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম সাইন জানান, ৪ ফেব্রুয়ারি স্কুল ছাত্রী সন্ধ্যায় টিউবওয়েলে পানি আনতে গেলে পুরোহিতপুর গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে মোহাম্মাদ আলী (৫৫) তাকে জোরপূর্বক তুলে নিয়ে বাড়ির পাশে একটি আম বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় বৃৃহস্পিবার ধর্ষিতার পিতা বাদী হয়ে ধর্ষক মোহাম্মাদ আলি ও তার স্ত্রীকে বানু বেগমকে আসামী করে আশাশুনি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ রাতেই ধর্ষকের স্ত্রী বানুকে আটক করেছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তি নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার সকালে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বরুইমহল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রউফ গাজী (৫০) উপজেলার বরুইমহল গ্রামের মৃত কালু গাজীর ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আব্দুর রউফ তার বাড়ির পাশে একটি তাল গাছে রস আহরনের জন্য ওই গাছটিতে দড়ি দিয়ে একটি বাঁশ বাঁধছিলেন। এসময় হঠাৎ অসাবধান বশতঃ বাশের মাথার একটি অংশ বিদ্যুৎ লাইনের তারে লাগে। এতে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সাথে রোটারী ক্লাবের মতবিনিময়

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সাথে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা সার্কিট হাউজের কনফারেন্স রুমে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল, রোটারী ক্লাব সেক্রেটারী এড.শাহনওয়াজ পারভীন মিলি, রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, রোটাঃ পিপি ডা. বিশ্বনাথ ঘোষ, রোটাঃ পিপি বিশ্বনাথ ঘোষ, রোটাঃ পিপি ডা. সুশান্ত ঘোষ, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি রেহেনা পারভীন মিনু, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটঃ মহফুজা সুলতানা রুবি, রোটাঃ নাজমুল আসিফ মুন্নী, রোটাঃ এড সেলিনা আক্তার শেলী, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ মীর মোশারফ হোসেন মন্টু, রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ হাসিবুর রহমান রনি, রোটাঃ শফিউল ইসলাম, রোটাঃ শাহিদুর রহমান, রোটাঃ আনিছুর রহমান ও রোটঃ মিজানুর রহমান প্রমুখ। এসময় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সকল সদস্যদের সাথে পরিচিত হন এবং সাংগঠনিক বিষয়ে খোঁজ-খবর নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে আত্মমানবতার সেবায় আরো বেশি আন্তরিক হওয়ার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র