সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শীতের ছোয়ায় নির্বাচনী হাওয়া সাতক্ষীরা-১ আসনে

শীতের আমেজে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে কলারোয়ায়। দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীত পড়ছে মোটামুটি। আর সেই শীতের ছোয়ায় সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে নড়তে চড়তে শুরু করেছে ভোটাররা। আলোচনা, বিশ্লেষন আর পরিসংখ্যানে নির্বাচনের গরম হাওয়া দেখা মিলছে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

শীত পুরোপুরি না এলেও শীতের আমেজে এ মৌসুমে বিভিন্ন রাস্তার পাশে বসতে দেখা যাচ্ছে ভাঁপা পিঠার দোকান। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শীতের ভাঁপা পিঠা স্বাদে যোগ হচ্ছে প্রতীক, প্রার্থী আর ভোটের চুলচেরা আলোচনা।

বুধবার রাতে শেষ খবর ও অন্যান্য তথ্যানুযায়ী আ.লীগ নেতৃত্বাধীন ১৪দলের অন্যতম শরিক ওয়ার্কার্সপার্টির জন্য সাতক্ষীরা-১ আসনটি ছেড়ে দেয়া হচ্ছে। সেক্ষেত্রে দলটির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও সাতক্ষীরা জেলা সভাপতি বর্তমান সাংসদ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ নৌকার টিকিটে প্রার্থী হচ্ছেন। যদিও মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত।

২৮নভেম্বর বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই প্রার্থী ছাড়াও জেলা আ.লীগের সাবেক সভাপতি, সাবেক সাংসদ ইঞিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাবেক সাংসদ, কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ার‌্যান বিএম নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় সহ.সভাপতি, জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু পাঁচ জন এক সাথে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

তবে শেষ পর্যন্ত ওয়ার্কার্সপার্টিকেই ১৪দল বা মহাজোটের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। সেক্ষেত্রে আ.লীগ নেতৃত্বাধীন ১৪দল বা মহাজোটের অন্য প্রার্থীরা হয়তো তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন নতুবা নির্বাচন করবেন।

অপরদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট বা ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে সাতক্ষীরা-১আসনটি বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বলে চূড়ান্ত হয়েছে। যদিও বিকল্প হিসেবে তাঁর স্ত্রী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলও মনোনয়নপত্র দাখিল করেছেন। সব ঠিকঠাক থাকলে শেষবেলায় ধানের শীষের প্রতীকে হাবিবকেই দেখা যাবে তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে।

এছাড়াও জাসদের শেখ ওবায়দুস সুলতান বাবলুসহ আরো পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়া মোট চৌদ্দ প্রার্থীর কতজন বাছাই-এ টিকে থাকেন, কতজন প্রত্যাহার করেন আর কতজন শেষ পর্যন্ত আসল লড়াইয়ে নাম লেখান তা দেখার আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় ভোট গ্রহন এবং ফলাফল প্রকাশ পর্যন্ত নির্বাচন গ্রহনযোগ্যতা পেলে এ আসনে বিএনপির প্রার্থীর বিজয়ের সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। কেননা ক্ষমতাসীন দলটির আভ্যন্তরিণ কোন্দল, আর নৌকার প্রার্থী শরিক দলের হওয়ায় আ.লীগ সমর্থিত অনেকের চাপা ক্ষোভের বহি:প্রকাশ ব্যালটেও পড়তে পারে। এছাড়া সরকারের পাহাড় সমান উন্নয়ন-উন্নতি আর সমৃদ্ধির ইতিবাচক ফলাফলে ভাটা পড়েছে স্থানীয় পর্যায়ে কিছু অতিউৎসাহী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আর হুংকারি কতিপয় নেতাদের কর্মকান্ডে। ওই সকল ব্যক্তিদের কারণেই মূলত বিএনপি-জামাতের প্রতি সহানুভূতি বেড়েছে সাধারণ মানুষের। তবে দিনের আলোর মতো সত্য যে, বিএনপি-জামাতের নিজেদের বা নিজস্ব কর্মযজ্ঞতায় নূন্যতম ভোট বাড়েনি তাদের। প্রতিপক্ষদের ফলশ্রুতিতে লাভবান হয়েছে তারা।

এমনই সব বিশ্লেষন, সংশ্লেষন, আলোচনা আর পরিসংখ্যানের তথ্য ফুটে উঠেছে সাধারণ ভোটারদের মুখে।

সবকিছু ছাড়িয়ে ৩০ডিসেম্বরের শেষ হাসি কার মুখে দেখা যাবে সেই প্রত্যাশার ভবিষ্যতবানিও চলছে পুরোদমে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা