বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় আইসিটি কর্মশালায় ইউএনও

‘শিক্ষকরা আন্তরিক হলে দেশ ও জাতি উন্নত হতে বাধ্য’

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসা শিক্ষকদের নিয়ে আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন বলেন- ‘শিক্ষকরা আন্তরিক হলে দেশ ও জাতি উন্নত হতে বাধ্য। শিক্ষা প্রতিষ্ঠানের হাজিরাসহ সকল কার্যক্রম কাগজে-কলমে নয় বরং ডিজিটালাইজিস্ট পদ্ধতিতে করতে হবে।’

ডিজিটাল বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে ইউএনও আরো বলেন- ‘শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান ও স্কুল ড্রেস পরিধান করতে উৎসাহ দিতে হবে।’

ইউএনও মনিরা পারভীন বলেন- ‘৯টা থেকে ৩টা পর্যন্ত স্কুল ও মাদরাসার সময় সীমা নির্ধারণ করতে হবে। কোনভাবেই ইভটিজিং বরদাস্ত করা হবে না।’

কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এসএম সায়েদুল ইসলাম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব জেলা কো-অর্ডিনেটর শেখ ফারুক হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন ও সহকারী একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাশ।

জেলা শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম বলেন- ‘কোচিং বন্ধ করতে হবে, শিক্ষার্থীদের প্রহার করা যাবে না।’ তিনি স্কাউট কার্যক্রমকে গতিশীল,
ডিজিটাল কন্টেন্ট ও মাল্টিমিডিয়ায় ক্লাশ নেয়ার আহবান জানান।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, রুহুল আমিন, আজহারুল ইসলাম, আকতার আসাদুজ্জামান চান্দু, পৌর কাউন্সিলর প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, লুৎফর রহমান, বদরুজ্জামান বিপ্লব, শেখ রাশেদুল হাসান কামরুল, শফিউল আযম শেলি, মাদরাসা সুপার আবু ইফসুফ, মকবুল হোসেন, বজলুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুল গফুর, শাহাজান হোসেন, মাসুম বিল্যাহ, রফিকুল ইসলাম, মাও.মতিয়ার রহমান, আলী বক্স, আব্দুস সাত্তার, আব্দুল হাই, নুরুল ইসলাম, মুজিবর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রোজেক্টরে ডিজিটাল ক্লাশ নেয়ার হিসাব তুলে ধরেন সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন। এসময় প্রোজেক্টরের মাধ্যমে ‘বঙ্গবন্ধুর জীবনী’ প্রদর্শন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা