রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

লাল-সাদা পোশাক আর গোলাপ-গাঁদা ফুলে রাঙিয়ে কলারোয়ায় পহেলা বৈশাখ উদযাপন

লাল-সাদা পোশাক আর গোলাপ-গাঁদা ফুলে রাঙিয়ে কলারোয়ায় পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

বর্ণিল আয়োজন আর উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বাঙালী জাতির পুরাতন ইতিহাস-ঐতিহ্যের ১৪২৫ পহেলা বৈশাখ উদযাপন।
বাংলা নববর্ষের প্রথম দিনটি পহেলা বৈশাখ বাঙালী জাতির জন্য আনন্দময়, সবচেয়ে রঙিন উৎসব। তাই দিনটি ঘিরে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রহণ করা হয় নানান কর্মসূচি।

নানান বয়সী মানুষের লাল-সাদার রঙীন পোশাক আর গোলাপ-গাঁদা ফুলের সন্নিবেশ দিনভর আলাদা একটা আমেজের সৃষ্টি করে। বিশেষ করে শিশুদের প্রাণখুলে উৎসব-ইমেজ ছিলো চোখে পড়ার মতো।

কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ শনিবার ভোরে প্রভাতী সঙ্গীতের মাধ্যমে বর্ষবরণের উৎসবের সূচনা হয়। স্থানীয় শিল্পীরা এতে অংশ নেন।

পরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধিজনদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় শোভা পায় গ্রামীন বাংলার নানান ঐতিহ্যের স্মারকচিহ্ন।

এর ফুটবল মাঠে আয়োজিত বিভিন্ন শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর গ্রামীন বাংলার ডিসপ্লে। পুরষ্কারও প্রদান করা হয় তাদের মাঝে। অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠি খেলাও।

প্রতিবারের মতো এবারো কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে আয়োজন করা হয় গ্রামীন বাংলার অন্যত ঐতিহ্য পান্তা ভোজন। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পান্তা ভোজনে অংশ নেন।

ওই সকল আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো আনন্দপ্রিয় মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন কলারোয়ার ১৯৮৬ সালের ম্যাজিস্ট্রেট ও অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মো. মহিউদ্দীন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, কপাই সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,

বৈশাখি ডিসপ্লেতে ‘চুড়িওয়ালা’ ভূমিকায় মাহিশা আনাম হৃদিতা।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধিজন ও সর্বোপরি সাধারণ মানুষ।

ডিসপ্লেতে অংশ নেয়- কলারোয়া মডেল, জিকেএমকে পাইলট, গার্লস, সোনাবাড়িয়া, বেত্রবতী হাইস্কুল, কলারোয়া, শ্রীপতিপুর ও তুলশীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারোয়া সরকারি কলেজ,  শিশু ল্যাব. নিন্ম মাধ্য. বিদ্যালয়, এমআর ফাউন্ডেশন একাডেমি , সানরাইজ প্রি ক্যাডেট, হাতে খড়ি শিশু বিকাশ কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠান।

ডিসপ্লে ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কপাই সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা ও কলারোয়া নিউজের মফস্বল সম্পাদক শেখ শাহাজাহান আলী শাহিন।

র‌্যালী ও ডিসপ্লেতে অংশগ্রহন কারিদের কলারোয়া পাবলিক ইনস্টিউটের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

ছেলেদের পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি পরিধান ছিল লক্ষণীয়। ছোট শিশুরা বাদ যায়নি পাঞ্জাবি-শাড়ি থেকে। যোগ হয় গ্রামবাংলার ঐতিহ্যের বিভিন্ন নমুনাও।

এদিকে, দিনভর পহেলা বৈশাখ উদযাপন করেছে উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাজারো সাধারণ জনতা, শিক্ষার্থী ও কোমলমতি শিশুরা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা