রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রাশিয়া বিশ্বকাপের শেষ ৮ দলের অজানা কিছু তথ্য

বিশ্বকাপের প্রি-কোয়ার্টারের লড়াই শেষ৷ গ্রুপ লিগের বাধা টপকে যে দলগুলি শেষ ষোল’য় জায়গা করে নিয়েছিল, তাদের মধ্যে আটটি দল যোগ্যতা অর্জন করেছে কোয়ার্টার ফাইনালের৷ জার্মানি, পোল্যান্ডের মতো শক্তিশালী দেশগুলি গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছে৷ প্রি-কোয়ার্টারে ছিটকে গিয়েছে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, কলম্বিয়ার মতো তারকাখচিত দেলগুলি৷

ফেভারিট ব্রাজিলের সঙ্গে শেষ আটে টিকে রয়েছে ফ্রান্স, উরুগুয়ে, ইংল্যান্ডের মতো অতীত বিশ্বচ্যাম্পিয়নরা৷ তাদের সঙ্গে প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে লড়াই চালাচ্ছে বেলজিয়াম, সুইডেন, ক্রোয়েশিয়া ও আয়োজক রাশিয়া৷ নিজনি নভগোরডে ফ্রান্স বনাম উরুগুয়ের লড়াই দিয়ে কোয়ার্টার ফাইনাল শুরুর আগে কয়েকটি অজানা তথ্য জেনে নেওয়া যাক শেষ আটের দলগুলিকে নিয়ে৷

১। ফ্রান্স-

গত চার দশকে বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান কোনও দলের কাছে হারেনি ফ্রান্স৷ শেষবার ১৯৭৮ বিশ্বকাপে আয়োজক আর্জেন্টিনার কাছে পরাস্ত হয়েছিল ফরাসি দল৷ তারপর থেকে দক্ষিণ আমেরিকান দেশগুলির বিরুদ্ধে ৫টি ম্যাচে জিতেছে এবং ৪টি ম্যাচ ড্র করেছে ফ্রান্স৷

২। উরুগুয়ে-

ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি উরুগুয়ে কোচ হিসাবে অস্কার তাবারেজের ২০ তম বিশ্বকাপ ম্যাচ হতে চলেছে৷ এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলতে চলেছেন বোরা মিলুশিনোভিচ ও মারিও জাগালোকে৷ বিশ্বকাপে সর্বাধিক ম্যাচে কোচিং করানোর তালিকায় তিনি যুগ্মভাবে চতুর্থ স্থানে উঠে আসতে চলেছেন৷

৩। বেলজিয়াম-

এই নিয়ে পঞ্চমবার ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে বেলজিয়াম৷ এর আগে বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল দু’দেশ৷ ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপে রিভালদো ও রোনাদোর গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিল ব্রাজিল৷ সেদিক থেকে বিশ্বকাপে এটা বদলার ম্যাচ বেলজিয়ামের৷

৪। ব্রাজিল-

রাশিয়া বিশ্বকাপে শেষ তিনটি ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ব্রাজিল৷ তারা শেষ ৩১০ মিনিটে কোনও গোল হজম করেনি৷

৫। রাশিয়া-

চলতি বিশ্বকাপের আয়োজক রাশিয়া শেষবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল সোভিয়েত ইউনিয়ন হিসাবে৷ ১৯৭০ বিশ্বকাপের কোয়ার্টারে তারা উরুগুয়ের কাছে পরাজিত হয়েছিল৷

৬। ক্রোয়েশিয়া-

পাঁচটি বিশ্বকাপের মধ্যে এই নিয়ে তিনবার আয়োজক দেশের মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া৷ গত দু’বার তারা আয়োজকদের বিরুদ্ধে হার স্বীকার করেছে৷ ১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনালে আয়োজক ফ্রান্সের কাছে পরাস্ত হয়েছিল ক্রোয়েশিয়া৷ ২০১৪ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হারতে হয়েছিল তাদের৷

৭। সুইডেন-

এর আগে বিশ্বকাপে দু’বার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল সুইডেন৷ দু’বারই ম্যাচ ড্র’য়ে নিস্পত্তি হয়৷ ২০০২ বিশ্বকাপে দু’দেশের ম্যাচ ১-১ গোলে ড্র হয়৷ ২০০৬ সালে ২-২ গোলের সমতায় শেষ হয় দু’দলের মুখোমুখি লড়াই৷ উল্লেখযোগ্য বিষয় হল, দু’বারই ইংল্যান্ডের কোচ ছিলেন সুইডেনের এরিকসন৷

৮। ইংল্যান্ড-

কলম্বিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট-আউটে জয়ী হয় ইংল্যান্ড৷ বিশ্বকাপে এই প্রথমবার শুট-আউটে জয়ী হয় তারা৷ এর আগে ১৯৯০ বিশ্বকাপে পশ্চিম জার্মানি, ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ২০০৬ বিশ্বকাপে পর্তুগালের কাছে পেনাল্টি শুট-আউটে হেরেছিল ইংল্যান্ড৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!