মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

যে ৭ আসন পেল বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে পর্যায়ক্রমে ঘোষণা করা হয় ফলাফল।

যে আসনে জয় পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বগুড়া-৬ (ধানের শীষ)
মোশাররফ হোসেন-বগুড়া-৫ (ধানের শীষ)
জাহিদুর রহমান-ঠাকুরগাঁও-৩ (ধানের শীষ)
আমিনুল ইসলাম, চাপাইনবাবগঞ্জ-২ (ধানের শীষ)
হারুন অর রশীদ, চাপাইনবাবগঞ্জ-৩ (ধানের শীষ)
মুকাব্বির হোসেন খান-সিলেট-২ (উদীয়মান সূর্য প্রতীকে গণফোরাম)
সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ-মৌলভীবাজার-২ (ধানের শীষ প্রতীকে গণফোরাম)
তবে বিএনপির সমর্থন দেওয়া বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবুল বিজয়ী হয়েছেন।

যেভাবে নির্বাচনের ফলাফল জেনেছেন খালেদা জিয়া
দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ৮ ফেব্রুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী আছেন। সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি সাবেক এই প্রধানমন্ত্রী। নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টও হেরেছে একেবারে নাজেহাল ভাবে।
এদিকে সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে, নির্বাচনে খালেদা জিয়া ভোট দিতে না পারলেও কারাগারে বসে তিনি ভোটের ফলাফল জেনেছেন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সারা দেশে অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানার চেষ্টা করেছেন তিনি।
কারাবিধি মোতাবেক খালেদা জিয়া ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় উন্নতমানের খাবারের পাশাপাশি সরকারিভাবে একটি টেলিভিশন পেয়েছেন। তবে ওই টেলিভিশনে তিনি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চ্যানেল দেখার সুযোগ পাবেন। এছাড়া তিনি ৩টি জাতীয় পত্রিকা পান।

জামানত বাজেয়াপ্ত মওদুদের
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের।
আসনটিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে ওবায়দুল কাদের ২ লাখ ৫২ হাজার ৭৪৪ ভোটে পেয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ পেয়েছেন ১০ হাজার ৯৭০ ভোট। নির্বাচনের বিধি অনুযায়ী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের কম পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ১৫৬ জন। নারী ভোটার ১ লাখ ৬৩ হাজার ৫৭৯ জন।
এদিকে, নির্বাচনে অনিয়ম ও বাধাসহ বিভিন্ন অভিযোগে মওদুদ আহমদ ভোট বর্জন করেছেন।

হেরে গেলেন আলোচিত সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা
নবীন-প্রবীণের লড়াইয়ে জমে উঠেছিল শেরপুর-১ আসন। প্রচারে একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা-অভিযোগ বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। ধারণা করা হচ্ছিল দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
কিন্তু হয়েছে তার উল্টো। প্রবীণের কাছে ধরাশায়ী-ই হয়েছেন বয়সে নবীন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন।
শেরপুর-১ আসনে ফের জয়ী হয়েছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। তিনি পেয়েছেন ২ লাখ ৮৭ হাজার ২৫২ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. প্রিয়াংকা পেয়েছেন ২৭ হাজার ৬৪৩ ভোট। ডা. প্রিয়াংকা ভোটে কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলেছেন। বলেছেন, তার আসনে ভোট ডাকাতি হয়েছে।
সর্বকনিষ্ট প্রার্থী প্রিয়াংকা জীবনের প্রথম ভোটটি এবারই দিলেন। নিজেকেই ভোট দিয়েছেন তিনি।
জন্ম তারিখ হিসেবে প্রিয়াংকার বর্তমানে বয়স মাত্র ২৫ বছর ৬ মাস। এবার তিনি শেরপুর-১ সদর আসনের বিএনপি মনোনীত, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী টানা ৪ বারের এমপি হুইপ আতিউর রহমান আতিক।
পেশায় চিকিৎসক সানসিলা শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. হযরত আলীর মেয়ে।
এ আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন হযরত আলী। তিনিসহ বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় ভাগ্য সুপ্রসন্ন হয়েছে সানসিলার। তিনিই এ আসনে বিএনপির একমাত্র প্রার্থী হন।
সানসিলা স্থানীয়দের কাছে ডা. প্রিয়াংকা নামে পরিচিত। রাজনীতিতে আনকোরা প্রিয়াংকা চিকিৎসক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক।

হেরে গেলেন রেজা কিবরিয়া
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিজয়ী হতে পারলেন না জাতীয় ঐক্যফ্রন্টের রেজা কিবরিয়া।
এ আসনে এক লাখ ৫৮ হাজার ১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের গাজী মোহাম্মদ শাহনেওয়াজ। তার নিকটতম প্রার্থী ঐক্যফ্রন্টের রেজা কিবরিয়া এ আসনে ৮৫ হাজার ১৯৭ ভোট পেয়ে হেরেছেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী