রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

যে চার দলকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন গাঙ্গুলী

আগামী ৩০ মে দ্যা ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসরটির। ১৪ জুলাই লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। বিশ্বকাপে কোন কোনে দল ভাল করবে তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সেমিফাইনালে খেলবে বলে মনে করেছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

ইতোমধ্যে বিশ্বকাপের জন্য ১০ দেশের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। আর এখন চলছে দলগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ। শক্তি-সাম্প্রতিক ফর্ম-দলের ভারসাম্যের বিচারে কোন দলগুলো শেষ চারে যেতে পারে, এই নিয়ে অনেকেই মন্তব্য করছেন। এবার সেই তালিকায় যোগ দিয়ে নিজের অভিমত জানালেন গাঙ্গুলী।

তিনি বলেন, ‘প্রতিটি দলই বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। আমার মতে, এবারের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিবে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ভারত-পাকিস্তান-ইংল্যান্ড গেল কয়েক বছর ধরেই ভালো ক্রিকেট খেলছে। অস্ট্রেলিয়ার মাঝে খারাপ সময় গেলেও, দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছে। এই বিশ্বকাপের ফরম্যাটই সম্ভবত সেরা। একে-অপরের সঙ্গে সবগুলো দলই লিগ পর্বে খেলবে। সেরা চার দলই সেমিফাইনালে উঠবে। এবারের আসরে কোনো সহজ প্রতিপক্ষ নেই।’
২০০৩ সালের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন গাঙ্গুলী। তার নেতৃত্বে ২০ বছর পর বিশ্বকাপের ফাইনালও খেলে ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে শিরোপা জয় করা হয়নি ওই টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ভারতের। তবে ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দেশের মাটিতে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জয় করে ভারত।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ সালের বিশ্বকাপেও অসাধারণ খেলে সেমিফাইনালে উঠে ধোনির দল। এবারেও অস্ট্রেলিয়ার সাথে পেরে উঠেনি ভারত। ৯৫ রানে ম্যাচ হারে তারা।

এবার ভারতের নেতৃত্বে আছেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার নেতৃত্বে ভারত অনেক বেশি শক্তিশালী বলে মনে করেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘বিশ্বকাপের অন্যতম জমজমাট ও উত্তেজনাপূর্ণ আসর হবে এটি। ভারত এবারও অনেক শক্তিশালী দল। গত বিশ্বকাপের পর থেকেই সেরা পারফরমেন্স করে আসছে ভারত। বিশ্বকাপেও ভারতকে সেরা ফর্মে দেখা যাবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!