মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় জাতীয় শোক দিবস পালিত

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গভীর শোক, শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮। এ উপলক্ষ্যে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিতভাবে জাতীয় পাতাকা উত্তোলন ও সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহসীন আলী, উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সাতক্ষীরা এন.এস.আই’র সহকারি পরিচালক আনিসুজ্জামান, বিআরটিএ’র সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, জেলার মো. আবু জাহেদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জিয়াউল হক, জেলা মহিলা আওমীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, দিবা নৈশ কলেজের অধ্যক্ষ কে.এম সফিকুজ্জামান, এ.করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা স্কাউটসের সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃনং ৫৮৩/০৪) এর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাস, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী প্রমুখ। কর্মসূচিতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য-সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।

সাতক্ষীরা প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাবের হল রুমে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের এ সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল বারী সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, প্রেসক্লাব সহ-সভাপতি আবদুল ওয়াজেদ কচি, প্রবীন সাংবাদিক অরুন ব্যানার্জি, সাবেক সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী প্রমুখ। সভায় বক্তরা বলেন, বাঙ্গালি জাতিস্বত্ত্বার স্বাধিকার অর্জনই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রামের এক ও অভিন্ন লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি জীবনব্যাপী জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। প্রতিবাদী ভাষা দিয়ে তিনি পাকিস্তানিদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। তাদেরকে ইতিহাসের আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছেন। সেই প্রতিবাদী মানুষ হিমালয়তুল্য মানবসন্তান যিনি মহীরুহের মতো আমাদের মাথায় ছাতা ধরেছিলেন সেই বীর পুরুষকে হত্যা করে কাপুরুষরা নিন্দিত ও ঘৃণিত হয়ে বিশ্বাসঘাতক মীরজাফর হয়েছে। তারা ফাঁসির রসিতে ঝুলেছে আর না হয় বর্জ্যে নিক্ষিপ্ত হয়েছে।

ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন

‘শোক হোক শক্তির হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস-২০১৮।
দিবসটি পালন উপলক্ষে কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনান্তে এক মিনিট নিরবতা পালন, রচনা প্রতিযোগিতা, হামদ্ ও নাতে রাসুল (স.) প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার ও প্রামান্য চিত্র প্রদর্শন, কবিতা আবৃতি, আলোচনা সভা, ফাতেহা শরীফ পাঠ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক স ম জালাল উদ্দিন, স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিরাজ আহমেদ, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিক, সাবেক সদস্য গিয়াস উদ্দিন সানা, ব্রহ্মরাজপুর ইউপি সদস্য সাংবাদিক এমআর মিঠু, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, অরুন কুমার মণ্ডল, শিক্ষার্থী সুমাইয়া পারভীন আশা, মাশকুরা পারভীন রিয়া, সুমাইয়া সুলতানা, তৃষা মণ্ডল প্রমুখ। সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের উপস্থাপনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষক নজিবুল ইসলাম। এসময় স্কুলের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মণ্ডল, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, নজরউদ্দিন সরদারসহ সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে গণভোজ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরায় ট্রাফিক সপ্তাহে ১০ দিনে ৩৬৯৭টি মামলা, ১২৭টি যানবাহন আটক

সারাদেশে ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়কের দাবিতে দশদিন ব্যাপি ট্রাফিক সপ্তাহ সাতক্ষীরায় শেষ হয়েছে। ট্রাফিক সপ্তাহ গত ৫ আগস্ট শুরু হয়ে ১০ দিন মঙ্গলবার শেষ হয়েছে। সাতক্ষীরায় টানা ১০ দিনের ট্রাফিক সপ্তাহে মোটরযান অধ্যাদেশের ১৯৮৩ সনের বিভিন্ন ধারা ভঙ্গের কারণে জেলার আট থানাতে বিভিন্ন মটরযানের বিরুদ্ধে ৩ হাজার ৬ শত ৯৭টি মামলা দায়ের হয়েছে। আটক করা হয়েছে বিভিন্ন মোটরযানের মধ্যে ১২৭ টি যানবাহন। এসব মামলায় জরিমানা আদায় হয়েছে ৬ লক্ষ ৬৪ হাজার ২০০ শত টাকা। জেলার আট থানার মামলার মধ্যে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে ৫০৮টি, কলারোয়ায় ১৬৫টি, তালা থানায় ৩৩৪টি, কালিগঞ্জ থানায় ২২৯টি, শ্যামনগর থানায় ১২৪টি, আশাশুনি থানায় ৮৫টি, দেবহাটা থানায় ২৮২টি, পাটকেলঘাটায় ৪৮৪টি এবং সদরে ট্রাফিক বিভাগে হয়েছে ৯৫০টি মামলা। মটরসাইকেল, ইজিবাইক, মাহিন্দ্রসহ যানবাহন করা হয়েছে ১২৭টি। সাতক্ষীরা জেলা পুলিশের ডিএসবি শাখার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র