রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মুক্তিযুদ্ধে শহীদ হয়ে গণকবরে শায়িত থেকেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি কলারোয়ার মতিয়ার রহমান

মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েও স্বীকৃতি পাননি মতিয়ার রহমান। অথচ তাঁর গণকবরে ২৬মার্চ ও ১৬ডিসেম্বর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা ও স্থানীয়রা।

কলারোয়ার পার্শ্ববর্তী যশোরের শার্শা উপজেলার জামতলায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব পাশে বটবৃক্ষের নিচে গণকবরে শায়িত আছেন কলারোয়ার মতিয়ার রহমান।

তিনি কলারোয়া উপজেলার হামিদপুরের পরানপুর গ্রামের মৃত ইছতুল্লাহ সানার ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জামতলা নামক স্থানে মতিয়ার রহমানসহ ৫/৬জন মারা যান। তাদের ওই স্থানে গণকবর দেয়া হয়। প্রতি বছর তাদের স্মৃতি অম্লান রাখতে স্মরণসভা, গণকবরে পুষ্পমাল্য অর্পন করা হয়। অথচ স্বীকৃতিতে ম্লান হয়ে গেছেন মতিয়ার রহমান।

কয়েক বছর আগে কলারোয়া পৌর সদরের পাকা পুলের মাথায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে সড়কটির নামকরণ করেন কলারোয়ার তৎকালীন ইউএনও (বর্তমানে উপসচিব) আ.ন.ম তরিকুল ইসলাম। বর্তমানে রাস্তাটি রয়েছে কিন্তু নাম ফলকের কোন চিহ্ন নেই।

মতিয়ার রহমান ছিলেন ৩ভাই ও ৬বোন। তিনি ছিলেন ছোট। এই বীর সেনার পারিবারের মধ্যে চাচা ভাইপোরা বেঁচে রয়েছেন। তারা মরহুম বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের মুক্তিযোদ্ধা স্বীকৃতি চান।

মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দিন জানান- মতিয়ার রহমান যুদ্ধের সময় নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। নিশ্চয় মতিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা।

কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা জানান- সকারের পক্ষ থেকে বহু বার নাম বাদ পড়া বীর মুক্তিযোদ্ধা সদস্যদের নাম যাচাই-বাছাই হয়েছে। কিন্তু মতিয়ার রহমানের পক্ষে কেউ কোন দিন কোন ফাইল নিয়ে জমা দেননি। যার কারণে তার নাম বাদ পড়তে পারে। কাগজ পত্র সঠিক থাকলে সরকার কোন দিন সুযোগ দেয় তাহলে তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতিতে নাম লেখাতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা