বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

পাকাকরণের দাবি পূরণ হয়নি ৪৯ বছরেও

মরণফাঁদে কলারোয়ার মুরারীকাটি কাঠের ব্রীজ!

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় মরণফাঁদে পরিণত হয়েছে কলারোয়া পৌর সদরের দক্ষিণ মুরারীকাটিতে বেত্রবতী (বেতনা) নদীর ওপর জনগুরুত্বপূর্ণ কাঠের ব্রীজটি।
স্থানীয়দের কাছে এটি তারক নন্দী ব্রীজ নামে পরিচিত।

প্রতিদিন এ ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে দক্ষিণ মুরারিকাটি, গোপিনাথপুর, জেলেপাড়া, পালপাড়া, কর্মকারপাড়া, উপজেলার ঘরচালা গ্রাম, কাশিয়াডাঙ্গা, কুমারনল, পার্শ্ববর্তী সাতক্ষীর সদরের পাথরঘাটাসহ আশপাশের গ্রামের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে। অথচ ওই ব্রিজের কাঠের পাটাতন নেই বললেই চলে। লোহার কাঠামোর অবস্থাও নাজুক।

স্থানীয়দের অভিযোগ, এলাকার উন্নয়নের স্বার্থে কাঠের ব্রীজটির পরিবর্তে নতুন পাকা ব্রীজ নির্মাণের দাবি করা হলেও গত ৪৯ বছরে সে দাবি পূরণ হয়নি।

দক্ষিণ মুরারিকাটি এতিমখানার সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন জানান- ‘দক্ষিণ মুরারিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এতিমখানার শতাধিক শিশু শিক্ষার্থীকে এই ঝুঁকিপূর্ণ ব্রীজ পার হয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। অনেক শিক্ষার্থী ভয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়ায় দক্ষিণ মুরারিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।’

কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান জানান- ‘জনগুরুত্বপূর্ণ ব্রীজটি সংস্কার না করায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। কিন্তু পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না।’

স্থানীয় ওয়ার্ডের পৌর কাউন্সিলর জাহাঙ্গীর কবীর জানান- ‘ব্রীজটি দ্রুত সংস্কার করার উদ্যোগ নেয়া হচ্ছে।’
এ বিষয়ে তিনি পৌর মেয়রকে অবহিত করেছেন বলেও জানান।

কলারোয়া পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র মনিরুজ্জামান বুলবুল জানান- ‘এ বিষয়ে পৌরসভার মাসিক সভায় আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।’

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ জানান- ‘ব্রীজটির বিষয়ে আজ আপনার কাছ থেকেই জানতে পারলাম। এ বিষয়ে পৌর মেয়রের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মুরারীকাটি গ্রামের বাসিন্দা ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান- ‘এটি পৌর সদরের একটি গুরুত্বপূর্ণ ব্রীজ। অতিদ্রুত সংস্কার প্রয়োজন।’

সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে পৌর কর্তৃপক্ষকে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন- ‘পৌরসভার অভ্যন্তরে উপজেলা পরিষদের কাজ করা সম্ভব নয় বলে আমরা ব্যবস্থা নিতে পারছি না।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা