সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

‘ভালোবাসা নিয়ে কাজ করতে চাই’ : সাবেক এমপি হাবিব

সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন- ‘মানুষের ভালোবাসা নিয়ে আগামি দিনে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনি আমার জন্য পাথেয়।’

শনিবার (১ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়ায় তাঁর নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন পত্রিকা ও মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিঁনি এ কথা বলেন।

স্বাগত বক্তব্যে আসন্ন নির্বাচনের ২০দলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিব আরো বলেন- ‘২২বছর আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। ছাত্রজীবন থেকে সততা ও নিষ্ঠার সাথে এলাকার উন্নয়নে আর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রবীন-নবীন প্রজন্মের সাংবাদিকদের সামনে এসেছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি।’

এমপি’র দায়িত্বে থাকাকালীন অভিজ্ঞতা তুলে ধরে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক এই সভাপতি বলেন- ‘সেসময় একদিনে তালা-কলারোয়ার ৭টি কলেজ ও ৩৫টি স্কুল-মাদরাসা এমপিওভূক্ত করেছি। কে কোন দলের তা না দেখে এলাকার ও মানুষের জন্য কাজ করেছি। আগামিতেও নির্বাচিত হতে পারলে সর্বোচ্চ কাজ করে যাবো ইনশাল্লাহ।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এমপি হাবিব বলেন- ‘বিগত দিনে প্রতিহিংসা ও রাজনৈতিক হয়রানির জন্য অনেক মামলা হয়েছে। কিছুদিন আগ পর্যন্তও হয়েছে কিন্তু আসল ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। সম্প্রতি মুখোশ পড়ে কারা বিএনপি-ছাত্রদলের নেতাদের উপর হামলা চালিয়েছে সেটা সবাই জানে। মার খাবো কিন্তু প্রতিবাদ জানাবো না এই জন্য যে, তারা যতই নির্বাচনের পরিবেশ বানচালের চেষ্টা করুক আমরা সেই ফাঁদে পা দেবো না।’

কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রত্যাশার অভিব্যক্তি জানিয়ে বক্তব্য রাখেন ও প্রশ্ন করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোশারফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মোশতাক আহম্মেদ ও কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম।

সাাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সহ.সভাপতি শেখ জাকির হোসেন, দপ্তর সম্পাদক সুজাউল হক, সদস্য শরিফুল ইসলাম, রুহুল আমীন, কলারোয়া নিউজের মিলন দত্ত, হাবিবুর রহমান রনি, রিপোর্টার্স ক্লাবের সহ.সভাপতি এসএম জাকির হোসেন, মুজাহিদুল ইসলাম, মোস্তফা হোসেন বাবলু, জাহিদুল ইসলাম, মোজাফফার হোসেন পলাশ, এসএম ফারুক হোসেন, জুলফিকার আলী, সাংবাদিক শিক্ষক সাইফুল ইসলাম, ইউসুফ আলী, ফারুক হোসেন রাজ, ইসমাইল হোসেন রাজু, নাজমুল হুমায়ুন, এমএ সাজেদ, আতাউর রহমান, আকবর আলী, প্রভাষক সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন ফিরোজ জোয়ার্দ্দার, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা