বাগআঁচড়ায় বই প্রকাশনা ও ভাষা উৎসব
‘ভালো লেখনী দেশকে উচুতে নিয়ে যায়’ : এমপি আফিল
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন এমপি বলেছেন- ‘ভালো লেখনী দেশকে অনেক উচুতে নিয়ে যেতে পারে। একজন লেখক তার লেখার মাধ্যমে সমাজ সংস্কার ও শিক্ষা বিকাশে গুরুত্বপুর্ণ অবদান রাখতে পারে।’
রবিবার (১৪ জানুয়ারী) সকালে বাগআঁচড়া আদ-দ্বীন অফিস চত্বরে আয়োজিত পিতা-পুত্রের বই প্রকাশনা ও ভাষা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে চালিতাবাড়িয়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, বিশিষ্ট সাংবাদিক রবিউল হোসেনের লেখা ‘ঐতিহাসিক সাহিত্য কলাম’ ও তাঁর পুত্র নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ইংরেজি প্রভাষক রেজওয়ান কবীর সোহানের লেখা ‘English as a second Language for Students (X-X11 Class)’ নামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শেখ আফিল এমপি আরো বলেন- ‘ব্যাক্তি উদ্যোগে বই প্রকাশ করা সহজসাধ্য কাজ নয়। এতে অর্থের প্রয়োজন আছে। আমি এ বই পড়েছি, লেখার মান খুবই ভালো। আমি আশা করি আগামিতে আরো বই লিখে বা প্রকাশ করে দেশের কল্যাণ বয়ে আনবেন তাঁরা।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন কলেজ পরিদর্শক ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর এবং নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম।
প্রভাষক রেজাউল ইসলাম ও প্রভাষক সবুজ বিপ্লবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ ফসিয়ার রহমান, ব্যাংকার কবিরুল ইসলাম, ডা.আরিফুজ্জামান, রাসেল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম লতা, আব্দুল মান্নান, হারিস মোহাম্মদ পরশ, তমাল খসরু, কবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম বাপ্পি, আব্দুল মান্নান, প্রভাষক আ.রউফ প্রমুখ।
ভাষা উৎসবে সৃজনশীল শিক্ষার দোষ ও গুন শীর্ষক বিতর্ক অনুষ্ঠান, উপস্থিত বক্তব্য, বানান বিধি, স্বরচিত কবিতা আবৃত্তি, গান পরিবেশনসহ কলারোয়া-শার্শা-ঝিকরগাছা উপজেলার শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কবি-লেখকদের নিয়ে ব্যতিক্রমধর্শী সাংস্কৃতিক সমাবেশে পরিণত হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন