বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বৈধতা নিয়ে চ্যালেঞ্জের মুখে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা

বৈধকরণ প্রক্রিয়ার অন্যতম ধাপ হলো ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট দেওয়া। তারপর অন্যান্য প্রসেসিং শেষ হলে বৈধতা পাওয়া যায়। আর ইমিগ্রেশনে যাওয়ার সময় নিজ নিজ পাসপোর্ট সাথে করে নিয়ে যাওয়া বাধ্যতামূলক। কিন্তু প্রবাসী বাংলাদেশিদের জন্য হাইকমিশন থেকে নতুন পাসপোর্ট পাওয়াটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে ৩০ জুনের মধ্যে ইমিগ্রেশনে দাঁড়াতে পারবেন কি না, এ নিয়ে দুঃচিন্তা আর হতাশায় দিন গুনছেন বাংলাদেশি প্রবাসীরা ৷

দেশটিতে কর্মরত্ব অবৈধ বিদেশি কর্মীদের বৈধকরণের অন্যতম ধাপ ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার শেষ সময় ৩০ জুন পর্যন্ত বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ ৷ ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য নিজ দেশের পাসপোর্ট সাথে করে নিয়ে আসা বাধ্যতামূলক।

অন্যদিকে, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করার কয়েক মাস পেরিয়ে গেলেও পাসপোর্ট হাতে না পাওয়ার অভিযোগ তুলেছেন প্রবাসীরা ৷
ডেলিভারি স্লিপ অনুযায়ী খালেকুজ্জামান (ছদ্ম নাম) এর পাসপোর্ট পাওয়ার কথা ছিলো ৩০ মে। তবে পাসপোর্ট আনার জন্য সে ৪ জুন হাইকমিশনে গিয়েছেন ৷ তাকে হাইকমিশন থেকে বলা হয়েছে, আরও ২ থেকে ৩ সপ্তাহ পরে যেন তিনি যোগাযোগ করেন।

এ বিষয়ে খালেকুজ্জামান বলেন, ‘৩০ জুনের মধ্যে ইমিগ্রেশনে যোগাযোগ করার শেষ সময়। কিন্তু আমি এখনও আমার পাসপোর্ট পাইনি। তাহলে আমি বৈধতা পাবো কিভাবে! হতাশার মধ্যে রয়েছি।’
জহুর বারুতে কর্মরত্ব শাহিন আলমের অবস্থা আরও শোচনীয় ৷ আবেদন করার ৮ মাস হয়ে গেলেও পাসপোর্ট হাতে পাচ্ছেন না তিনি। রংপুর জেলার ছেলে শাহিন আলমও পাসপোর্ট না থাকার কারণে ইমিগ্রেশনে যোগাযোগ করতে পারছেন না।

কক্সবাজার জেলার একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, পাসপোর্ট ডেলিভারি দেওয়ার পর পাঁচ বার হাইকমিশনে যোগাযোগ করার পরও নির্ধারিত সময়ের আগে পাসপোর্ট পাবো কি না বলা যাচ্ছে না। পুলিশ ভেরিফিকেশন না পাওয়ার কারণে তার পাসপোর্ট ইস্যু হচ্ছে না বলে জানিয়েছে হাইকমিশন কর্তৃপক্ষ ৷ অন্যদিকে, পুলিশ ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ বড় অংকের টাকা অর্থ দাবি করেছে বলে তার অভিযোগ ৷

এছাড়াও নাজমুল আজহার ও আরফান ইউসোফ ৩ মাস এবং জয়নাল ১৪ মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করেছেন। কিন্তু তারা এখনও পাসপোর্ট হাতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

এ বৈধকরণ প্রক্রিয়ায় নিবন্ধন করে পাসপোর্ট এর অভাবে কয়েকশত প্রবাসী বাংলাদেশি বৈধতা না পাওয়ার আশংখা করছেন প্রবাসীরা ৷ বৈধকরণের এ সুযোগকে কাজে লাগানোর জন্য বিশেষ গুরুত্বের মাধ্যমে বাংলাদেশ সরকার অতি দ্রুত মালয়েশিয়ায় প্রবাসীদের হাতে পাসপোর্ট দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী