মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিশ্বভারতীতে শেখ হাসিনার জন্য প্রস্তুত উপহারের ডালি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারের ডালি সাজানো হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।

শুক্রবার (২৫ মে) বিশ্বভারতীতে সমাবর্তন এবং বাংলাদেশ ভবন উদ্বোধন উপলক্ষে শেখ হাসিনার আগমন হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রবীন্দ্র ভবনের স্পেশ্যাল অফিসার নিলাঞ্জন বন্দোপাধ্যায় জানিেছেন, “আমরা আমাদের অতিথিদের সব সময় রবীন্দ্রনাথের স্মৃতির সাথে জড়িত বা শান্তিনিকেতনের বৈশিষ্ট্যপূর্ণ কোনো উপহার দেই … বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন রবীন্দ্র অনুরাগী… তাই ওনার হাতে তুলে দিতে চাই এমন কিছু জিনিস, যা ওনার ভালো লাগবে।”

তিনি আরও জানান, উপহার সামগ্রীর মধ্যে থাকছে রবীন্দ্র চিত্রাবলী, শিক্ষক গৌতম দাশের তৈরি পরামাটির শিল্পকর্ম, শিক্ষক শেখ শাহজাহানের তৈরি একটি এনামেলের চিত্রকর্ম, নিলাঞ্জন ব্যানার্জির ক্যালিগ্রাফি এবং কবিগুরুর ছবি সমগ্র।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই রবীন্দ্র অনুরাগী, তাইতো শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে একান্তে মিনিট দশেক কাটাবেন। এজন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ রবীন্দ্র ভবনকে আরও সুন্দর করে সাজাচ্ছেন। কারণ এই প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধান রবীন্দ্র ভবনে সময় কাটানোর ইচ্ছে প্রকাশ করেছেন।

বিশ্বভারতীর এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, “রবীন্দ্র ভবনে শেখ হাসিনা কিছু সময় কাটাবেন … এর এক আলাদা তাৎপর্য আছে। কারণ উনি হবেন প্রথম বিদেশি প্রধানমন্ত্রী যিনি রবীন্দ্র ভবনে কবিগুরুর ঘরে পা দেবেন।”

ওই কর্মকর্তা আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমনে পুরো বিশ্বভারতী সাজছে নতুন রঙে এবং আভিজাত্যে। বাংলাদেশ ভবন নিয়ে বিশ্বভারতীতে সবার অনেক আগ্রহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার আমাদের দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।

বিশ্বকবি রবীন্দ্রনাথের পীঠস্থানে বাংলাদেশ সরকারের ২৫ কোটি টাকা অনুদানে তৈরি হয়েছে বাংলাদেশ ভবন। এতে থাকছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সংগ্রহশালা, লাইব্রেরি এবং অডিটোরিয়াম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশা, বাংলাদেশ ভবন দুই দেশের সম্পর্ককে আরো মজবুত করবে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী