বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিপিএল থেকে বাদ বরিশাল বুলস

বিপিএলের পঞ্চম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আট দল নিয়ে। তবে এবার আর আট দল থাকছে না। এবারের বিপিএল আয়োজন হবে সাত দল নিয়ে। কারণ, আর্থিক জটিলতার কারণে এবারের আসর থেকে বাদ দেয়া হয়েছে বরিশাল বুলসকে। এ তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

এবারের বিপিএল অন্য আসরগুলোর তুলনায় মনে হচ্ছিল একটু ব্যতিক্রম। কারণ, অংশগ্রহণকারী প্রতিটি দলই অনেক আগে থেকে ঘর ঘোচানো শুরু করেছিল। বিদেশি কোচ নাকি দেশি কোচ- কাকে নিয়ে আসা হবে, আইকন কে হবেন, কিংবা কে কোন বিদেশি খেলোয়াড়কে এনে দল ভারি করবে- সে প্রতিযোগিতা শুরু হয়েছিল অনেক আগে থেকেই।

কিন্তু রহস্যজনকভাবে চুপচাপ বসেছিল বরিশাল বুলস। তারা কোন আইকন খেলোয়াড়কে দলে নেবে, কোচ কে হবে কিংবা বিদেশি কোন কোন খেলোয়াড়কে দলে আনা হবে- তার কোনো কিছুই শোনা যাচ্ছিল না বরিশাল বুলসের কাছ থেকে। শেষ পর্যন্ত জানা গেলো, দল চালানোরই সক্ষমতা নেই তাদের। বিপিএলের পাওনা পরিশোধ করতে না পারা এবং শর্ত লঙ্ঘণ করার কারণে এবার আর তাদেরকে অংশ নেয়ার সুযোগ দিচ্ছে না বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএলের প্রথম আসর থেকেই ছিল বরিশালের প্রতিনিধিত্ব। প্রধম দুই আসরে বরিশাল অংশ নিয়েছিল বরিশাল বার্নাস নামে। ২০১৩ সালে ফিক্সিং কাণ্ডের পর এক বছর বিপিএল বন্ধ ছিল। এরপর ২০১৫ সাল থেকে আবারও মাঠে গড়ায় ঘরোয়া ক্রিকেটে জমজমাট এই আসরটির। তখন বরিশাল ফ্রাঞ্চাইজির নাম দেয়া হয় ‘বরিশাল বুলস’। গত দুই আসরে বরিশাল বুলস একবার রানারআপ (২০১৫) এবং একবার হয়েছিল সপ্তম (২০১৬)।

আগামী ২ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে বিপিএল পঞ্চম আসরের। অন্য আসরগুলোর তুলনায় এবারের আসরটি একটু বড়ই হওয়ার কথা। কারণ, এবারই প্রথম আটটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার সমস্ত পরিকল্পনা গ্রহণ করে ফেলেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু আজ ঢাকা ক্লাবে বিপিএল আযোজন নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান নিজেই জানালেন, আর্থিক অসঙ্গতির কারণে এবারের আসর থেকে বাদ দেয়া হলো বরিশাল বুলসকে।

ঢাকা ক্লাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার সঙ্গে কথা হয়। বরিশাল বুলসের বাদ দেয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘টুর্নামেন্টে অংশ নিতে যে টাকা পরিশোধ করার কথা ছিল তা বরিশাল কর্তৃপক্ষ দিতে পারেনি। সে কারণে এ বছর আমরা বরিশাল বুলসকে টুর্নামেন্টে অংশ নিতে দিচ্ছি না। তবে গত বছর তারা পুরো টাকা পরিশোধ করেছিল।’

দল চালানোর সক্ষমতা অর্জন করতে পারলে এবং পাওনা পরিশোধ করতে পারলে আগামী মৌসুমে কী বরিশালকে সুযোগ দেয়া হবে? এ প্রশ্নের জবাবে আফজালুর রহমান সিনহা বলেন, ‘পরের মৌসুমে যদি তারা সব টাকা পরিশোধ করে এবং বোর্ড চাইলে আবার টুর্নামেন্টে তারা ফিরতেও পারবে। এবারের টুর্নামেন্টে তাদের খেলার কোন সম্ভাবনা নেই।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!