'পরশ পাথর' মাশরাফির শিরোপা
বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
পুরোপুরি একপেশে ফাইনাল ম্যাচ! রংপুর যখন ব্যাটিংয়ে নামল তখন গেইল-ম্যাককালামদের সামনে দর্শক হয়ে রইল ডায়নামাইটস ক্রিকেটাররা। আবার ব্যাটিংয়ে নেমে রংপুর বোলারদের তোপের মুখে প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতায় মেতে উঠল সাকিব-লুইস-আফ্রিদিরা।
বিন্দুমাত্র প্রতিরোধ নেই। একপেশে ম্যাচে ৫৭ রানের বড় জয় নিয়ে প্রথমবারের মত বিপিএল শিরোপা ঘরে তুলল রংপুর রাইডার্স। সর্বশেষ ৫ আসরে চতুর্থ শিরোপা উঁচিয়ে ধরলেন অধিনায়ক মাশরাফি।
২০৭ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই মুখ থুবড়ে পড়ে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ইনিংসের তৃতীয় বলেই প্রথম আঘাত হানেন রংপুর অধিনায়ক মাশরাফি। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই মেহেদী মারুফের (০) উইকেট হারায় ঢাকা। ওই ওভারে মাত্র ১ রান দেন ম্যাশ। পরের ওভারে এসেই জো ড্যানলিকে (০) নাহিদুল ইসলামের তালুবন্দি করেন সোহাগ গাজী। ফিরতি ওভারে এসেই ভয়ংকর ওপেনার এভিন লুইসকে (১৫) মাশরাফির অসাধারণ এক ক্যাচে পরিণত করেন গাজী।
১৯ রানে ৩ উইকেট হারিয়ে কাঁপতে থাকে ঢাকার দূর্গে চতুর্থ আঘাত হানেন পেসার রুবেল হোসেন। তার বলে ক্রিস গেইলের তালুবন্দি হন তার স্বদেশী বিধ্বংসী ব্যাটসম্যান কায়রন পোলার্ড (৫)। একপ্রান্ত আগলে লড়াইয়ের চেষ্টা করছিলেন অধিনায়ক সাকিব। নাজমুল ইসলামের বলে শেষ হয় তার ১৬ বলে ৩ চার ১ ছক্কায় ২৬ রানের ইনিংস।
রংপুরকে ৬ষ্ঠ সাফল্য এনে দেন টুর্নামেন্টজুড়ে অসাধারণ আল-রাউন্ড পারফর্মেনস দেখানো ইংলিশ অল-রাউন্ডার রবি বোপারা। তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেনকে (১) পরিস্কার বোল্ড করে দেন তিনি। ঢাকার শেষ ভরসা ছিল পাকিস্তানি হার্ডহিটার শহিদ আফ্রিদি। কিন্তু না! ১ ছক্কায় মাত্র ৮ রান করা আফ্রিদি নাজমুলের দ্বিতীয় শিকারে পরিণত হতেই উল্লাস শুরু হয় রংপুর শিবিরে।
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে জহুরুল ইসলাম এবং সুনিল নারাইন প্রতিরোধের চেষ্টা করেন। নারাইনকে ১৪ রানে বোল্ড করে দেন উদানা। ব্যর্থতার মিছিলে দাঁড়িয়ে একমাত্র হাফ সেঞ্চুরি উপহার দেন জহুরুল। তার ৩৮ বলে ৫০ রানের ইনিংসটিও থামে উদানার বলে বোল্ড হয়ে। শেষ ওভারে দরকার ছিল ৬০ রান! রসিক মাশরাফি বোলিংয়ে আনেন ব্যাট হাতে ঝড় তোলা ক্রিস গেইলকে। তার প্রথম চার বলে কোনো রানই নিতে পারলেন না খালেদ আহমেদ। পঞ্চম বলে ২ রান। ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান তুলতে সক্ষম হয় ঢাকা। ৫৭ রানের জয়ে প্রথমবারের মত শিরোপা জয়ের উল্লাসে মাতল রংপুর রাইডার্স।
এর আগে মঙ্গলবারের গ্র্যান্ড ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ২০৬ রানের পাহাড় গড়ে রংপুর রাইডার্স। গতকালের সেঞ্চুরিয়ান জনসন চার্লসকে (৩) ইনিংসের শুরুতেই কট অ্যান্ড বোল্ড করে দেন ঢাকা অধিনায়ক সাকিব। উইকেটে আসেন ম্যাককালাম। অপর প্রান্ত থেকে আক্রমণ শুরু করেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। অল্প সময়েই হাত খুলতে শুরু করেন ম্যাককালামও। ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন গেইল। এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি।
মাত্র ৫৭ বলে ৪টি চার এবং ১১টি ছক্কায় সেঞ্চুরি তুলে নেন গেইল। চলতি বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি এটি। ফাইনালসহ সর্বশেষ চার ম্যাচের ৩টিতেই সেঞ্চুরি উপহার দিয়েছেন রংপুরের দুই ক্যারিবীয় ব্যাটসম্যান। ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে জুটির মর্যাদা রাখেন ম্যাককালাম।
গত ম্যাচে ১৪টি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন গেইল। আজ নিজেই ভেঙে দেন নিজের রেকর্ড। ছক্কা হাঁকান মোট ১৮টি। ম্যাচ শেষে ৬৯ বলে ৫ চার ১৮ ছক্কায় গেইলের নামের পাশে অপরাজিত ১৪৬ রান! তাকে যোগ্য সঙ্গ দেওয়া ব্রেন্ডন ম্যাককালামও ৪৩ বলে ৪টি চার এবং ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে মাশরাফি বাহিনীর সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২০৬ রান।
‘পরশ পাথর’ মাশরাফির হাতে চতুর্থ শিরোপা
তিনি বাংলাদেশের ক্রিকেটের ‘পরশ পাথর’। যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে।
গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো বিপিএলের পঞ্চম আসর। গতবারের চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের তারকাবহুল দল ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল রংপুর রাইডার্স। এই নিয়ে বিপিএলের পাঁচ আসরে চতুর্থবারের মত শিরোপা উঁচিয়ে ধরলেন ‘ম্যাজিক্যাল ক্যাপ্টেন’ মাশরাফি বিন মুর্তজা।
ম্যাশ ভক্তরা এখন বলতেই পারেন, গতবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের শিরোপা না জেতাটা একটা দুর্ঘটনা ছিল। তাছাড়া প্রকাশ্যে এসেছিলেন অনেক দ্বন্দ্বের কথাও। আজ আনন্দের দিনে সেই দুঃখের ইতিহাস নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন ম্যাশ ভক্তরা। নিজ বিভাগের বাইরেও সারাদেশের অসংখ্য ক্রিকেটপ্রেমীদের সমর্থন পেয়েছে রংপুর রাইডার্স। কারণ সেই মাশরাফি। ‘ম্যাশ রংপুরের অধিনায়ক, তাই রংপুরকেই সাপোর্ট করি’ এমন মন্তব্য মিডিয়ায় এবং সোশ্যাল সাইটে বলেছেন অনেক ক্রিকেটপ্রেমী।
চলতি বিপিএলে শুরুটা জয় দিয়ে করলেও তারপরই নিষ্প্রভ হয়ে যায় রংপুর রাইডার্স। দলের সেরা দুই ব্যাটসম্যান ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাককালাম রান পাচ্ছিলেন না। প্রায় প্রতিটি ম্যাচই শ্বাসরুদ্ধকর উত্তেজনায় জয়-পরাজয় নির্ধারিত হচ্ছিল। সেই অবস্থা থেকে অসাধারণ নেতৃত্ব দলকে শেষ চারে নিয়ে আসেন ম্যাশ। ব্যাট এবং বল হাতে তার অবদানও ছিল অসাধারণ। শেষ চারে এসে জ্বলে উঠলেন গেইল, ম্যাককালাম, চার্লসরা। প্রথমবারের মত শিরোপার স্বাদ পেল রংপুর রাইডার্স।
বিপিএলের প্রথম দুই আসর ২০১২ ও ২০১৩ সালে তখনকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে শিরোপা এনে দিয়েছিলেন ম্যাশ। এক বছর বিরতি দিয়ে ২০১৫ সালে আবারও যখন মাঠে গড়াল বিপিএল, নড়বড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসকেও শিরোপা উপহার দেন টাইগার ক্যাপ্টেন। তারপর গত মৌসুমের সেই ‘দুর্ঘটনা’। এবার শিরোপার এক হালি পূরণ করলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম ক্রিকেটার তথা অধিনায়ক মাশরাফি।
পঞ্চম বিবাহ বার্ষিকীতে শিরোপা হারালেন সাকিব
১২ ডিসেম্বর। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশির দম্পতির পঞ্চম বিবাহবার্ষিকী।
২০১২ সালে ১২-১২-১২ ম্যাজিক তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুজন। আজকের দিনটি এমনিতেই স্পেশাল। আরেকটু স্পেশাল হতে পারত যদি রংপুর রাইডার্সের কাছে শিরোপা না হারাত সাকিবর দল ঢাকা ডায়নামাইটস!
মঙ্গলবার সাকিব-শিশিরের এই বিশেষ দিনটিতে ৫৭ রানে ফাইনাল ম্যাচটি জিতে প্রথমবারের মত শিরোপা জিতল রংপুর রাইডার্স। রংপুর প্রথমবার হলেও অধিনায়ক হিসেবে মাশরাফির এটি চুতর্থ বিপিএল শিরোপা। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে শিরোপা জিতেছিলেন ম্যাশ। বিপিএলের গত আসরটাই যা মিস হয়েছিল।
গত বছর বিপিএলের চতুর্থ আসরে রাজশাহী কিংসকে হারিয়ে প্রথমবারের মত অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন সাকিব আল হাসান। রাজশাহী কিংস এবার তলানিতে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায়ে নিয়েছে। অন্যদিকে পঞ্চম আসরেও তারকাবহুল দুর্দান্ত একটি দল সাজিয়েছিল ঢাকা।
প্রত্যাশামত ফাইনালেও উঠেছিল। কিন্তু ওই যে বাংলা প্রবাদ আছে, ‘ওস্তাদের মাইর শেষ রাইতে’; সেই ওস্তাদের কাছেই শেষের লড়াইয়ে হেরে গেলেন সাকিব।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে
কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা
কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন