শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘বিএনপি গর্তের মধ্যে থাকবে কেন?’

ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের দেওয়া রায়ের পর বিএনপিকে লক্ষ্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মন্তব্যের জবাবে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন যে, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিএনপিকে গর্ত থেকে তোলার ব্যবস্থা হয়েছে। অর্থাৎ তারা যে আইনের শাসন মানেন না- এটা তার বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে।

রিজভী বলেন, বিএনপি গর্তের মধ্যে থাকবে কেন? গণতন্ত্র যদি থাকে একদল সরকারে থাকবে, আরেক দল বিরোধী দলে থাকবে। আবার নির্বাচন হবে বিরোধী দল সরকারি দল হবে জনগণ যদি তাদের সমর্থন করে। সরকারের উদ্দেশে তিনি বলেন, তারা পাগলের প্রলাপ বকছেন- হায় হায়, তাদের এতোদিনে যে মসনদ, তাদের এতোদিনের যে শাসন, সেই শাসন বোধহয় এবার ওলোট-পালোট হওয়ার উপক্রম হয়েছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব বলেন।

রিজভী বলেন, ক্ষমতাসীনরা জোর-জবরদস্তি করে ষোড়শ সংশোধনী বাতিলের রায় পাল্টানোর চেষ্টা করছেন। আমরা শুধু এটুকুই বলতে চাই, অন্যায়ভাবে, জোর করে, জবরদস্তি করে যে কাজ করানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের যে হুমড়ি-তুমড়ি ও রাগে-ক্ষোভে দুঃখের যে তৎপরতা আমরা দেখছি ক্রমাগতভাবে। এটা আর চলবে না, সেদিন শেষ হয়ে গেছে। স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে পার্টি অফিসের সামনে থেকে নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকার মনে করেছে যে, রায় পাল্টে যাবে বা আরো অনেক কিছু হবে, আপনাদের দুঃশাসন অব্যাহত থাকবে- এ সম্ভাবনা একেবারে কম।

সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে বিএনপির যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক প্রমুখ বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী