রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বাদ পড়া ৯৩ লাখ ভোটারের এনআইডি ১ ফেব্রুয়ারী ; প্রবাসী ও ‘হিজড়া পরিচয়ে’ ভোটার

২০১২ সালের পর ভোটার হওয়ার পর থেকে যেসব নাগরিক এখন পর্যন্ত কোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি, তাদেরকে আগামি ১ ফেব্রুয়ারি থেকে লেমিনেটেড এনআইডি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহষ্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) ১৭তম সভা শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন- বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা (এনআইডি বঞ্চিত) ভোটার আছেন তাদেরকে গ্রামে গ্রামে উৎসবমূখর পরিবেশে এনআইডি কার্ড বিতরণ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশের বাইরে বিদেশে বসবাসকারী প্রবাসী এবং হিজড়া পরিচয়ে ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য নীতিমালায় পরিবর্তন আনবে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে- ফেব্রুয়ারির ১লা থেকে নতুন যে ৯৩ লাখ ভোটারের লেমিনেটিং কার্ড প্রদান করা তার ৭৫ শতাংশ বা ৭০ লাখ কার্ড মুদ্রণ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ৭টি জেলায় মুদ্রন করা কার্ড পৌঁছানো হয়ে গেছে। বাকী ২৩ লাখ কার্ড আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে মুদ্রণ করে স্থানীয় নির্বাচন অফিসগুলো প্রেরণ করা হবে। লেমিনেটেড এই কার্ড বিতরণ করতে ৯ কোটি ৩০ লাখ টাকা খরচ হবে। ২০১২ সালের পর যারা নতুন ভোটার হয়েছেন তাদের কোনো জাতীয় পরিচয়পত্র দেয়নি ইসি। এ কারণে আগের ভোটারের সঙ্গে এ বছরের নতুন ভোটারদের লেমিনেটেড কার্ড দেয়া হবে। এই কার্ডের মেয়াদ হবে দুই বছরের জন্য। বিভিন্ন নাগরিক সুবিধা পেতে এ জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু স্মার্টকার্ড দেয়ার প্রকল্প হাতে নেয়ায় বাকি নতুন ভোটারদের কোনো পরিচয়পত্র দেয়া হয়নি। লেমিনেটেড কার্ড পেলে এসব নাগরিক জাতীয় পরিচয়পত্রের সুবিধা পাবেন।

ভোটার হবেন প্রবাসীরা
ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন- নির্বাচন কমিশন বাংলাদেশের বাইরে যারা প্রবাসী রয়েছে, তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বায়স্তবায়ন করার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একটি আন্তর্জাতিক সেমিনার করা হবে। সেমিনারে যে সকল সুপারিশমালা আসবে, তার উপর ভিত্তি করে প্রবাসী ভোটার তালিকার নীতিমালা প্রণয়ন করা হবে।

‘হিজড়া’ পরিচয়েই ভোটার হওয়া যাবে
নারী বা পুরুষের পাশাপাশি কেউ চাইলে হিজড়া পরিচয়েও ভোটার হতে পারবেন, এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন- এতদিন যে হিজড়া পুরুষদের পোশাক পরে তাকে পুরুষ এবং যে মহিলাদের পোশাক পরে তাকে মহিলা হিসেবে ভোটার করা হয়েছে। এখন থেকে তারা হিজড়া হিসেবে ভোটার হতে পারবেন। এটা কমিশনে সিদ্ধান্ত হয়েছে। এ জন্য যুগ্ম-সচিব আইনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এ সংক্রান্ত আইন ও বিধি সংশোধন করে কমিশন সভায় উপস্থাপন করবেন। পরে কমিশন সেটি দেখে পরবর্তী কার্যক্রম শুরু করবেন।

ইসি সূত্রে জানায়- সরকারের পক্ষ থেকে হিজড়া জনগোষ্ঠীককে স্বীকৃতি দেয়া হলেও ভোটার তালিকা আইন ও বিধিমালায় বিষয়টি না থাকায় এতোদিন এটি করা যায়নি। তাই কমিশন ভোটার তালিকা আইন-২০০৯ ও ভোটার তালিকা বিধিমালা-২০১২ সংশোধন করার উদ্যোগ নিচ্ছে।
২০১৩ সালের ১৩ নভেম্বর মন্ত্রিপসভায় হিজড়াদের স্বীকৃতি বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়। এরপর ২০১৪ সালের ২৬ জানুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে সমাজকল্যাণ মন্ত্রলায়ের সহকারী সচিব মো. মুখলেছুর রহমান খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে হিজড়া লিঙ্গ হিসেবে চিহ্নিত করিয়া স্বীকৃতি প্রদান করিল।’

এর আগে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন কমিশন ২০১৪ সালে ভোটার তালিকা নিবন্ধনের খসড়া ফরমে হিজড়া লিঙ্গটি যোগ করেছিলেন। কিন্তু ভোটার তালিকা আইন ও বিধিমালা সংশোধন রা হওয়ায়, সেটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি তারা। এখন পর্যন্ত কেউ ভোটার হতে চাইলে তাকে নারী বা পুরুষ লিঙ্গ বেছে নিতে হয়।

সেপ্টেম্বরে ৮ দেশের সিইসিদের সম্মেলন
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সার্কভুক্ত ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হবে। এই সম্মেলনটি এবার ঢাকায় অনুষ্ঠিত হবে। সিইসিদের সমন্বয়ে গঠিত সংগঠনটি ফেমবুসার ফোরাম হিসাবে পরিচিত। ওইটির প্রস্তুতি নিয়ে গতকাল কমিশন সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান সচিব।

এনআইডি ডাটাবেজ সমৃদ্ধ করা হবে
ইসি সচিব আরো জানান- আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আমাদের জাতীয় পরিচয়পত্রের কেন্দ্রীয় যে সার্ভার আছে সেটিকে আরো অত্যাধুনিক প্রযুক্তি এবং কিভাবে তথ্য সম্বলিত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

স্থানীয় পর্যায়ে তদন্ত হবে নতুন দলের
ইসি সচিব বলেন- ৭৬টি নতুন রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। এটি স্থানীয় পর্যায়ে তদন্ত হবে। গোয়েন্দ বিভাগ থেকেও আমরা তথ্য নেবো। তারপর তথ্যগুলো যাচাই-বাছাইয়ের পর কমিশনে উপস্থাপন করবো। এরপর কমিশন সিদ্ধান্ত নেবে কয়টি দলকে নিবন্ধন দেয়া হবে-সে বিষয়ে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী