বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভারত অবদান রাখছে’ : মণিরামপুরে ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন- মংলায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ করতেও ভারত সরকার প্রস্তুত রয়েছে। এছাড়াও মংলা বন্দরের সাথে দেশের অন্যান্য এলাকার রেল লাইন সংযোগে নেই। সেই সংযোগ নির্মাণে ভারত সরকার ৩৫ কোটি ডলার ব্যয়ের প্রক্রিয়া শুরু করেছে।
সম্প্রতি খুলনা-কলকাতার মধ্যে বিরতিহীন বন্ধন এক্সপ্রেস নামের ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। ৫২ বছর পর এটি তদানীন্তন বরিশাল এক্সপ্রেসের জায়গায় স্থান পেয়েছে। প্রথম ট্রেনে কলকাতায় যাবার সময় আমি ট্রেনের ভিতরে মানুষের সাথে কথা বলেছিলাম। এতদিন পরে কলকাতার সাথে পুনরায় সংযুক্ত হতে পেরে আমি তাদের আবেগ আপ্লুত হতে দেখেছি। আমরা খুলনায় একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলতে যাচ্ছি, যাতে এই এলাকার যুব সমাজকে ভাল কাজের জন্য প্রস্তুত করা যায়।

তিনি আরোও বলেন, ভারত সরকার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ অবদান রাখছে। বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর উপজেলার মশিয়াহাটি ডিগ্রি কলেজ মাঠে সপ্তাহব্যাপী ৫১ খন্ড কালীপূঁজার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার বলেন, গত বছরে যশোরে একটা নতুন ভিসা কেন্দ্র খোলার পর আমরা খুলনা ও যশোরে দুই হাজারের বেশি পার্সপোর্টে ভিসা ইস্যু করছি। ভিসা সার্ভিসকে বেগবান করতে খুলনায় একটি ভারতীয় হাই কমিশন অফিস চালু করতে যাচ্ছে ভারত সরকার। এছাড়াও নিউ খালিশপুর গার্লস স্কুল কমপ্লেক্স নির্মাণসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নে আমরা খুলনা সিটি কর্পোরেশনের সাথে কাজ করছি। বাগেরহাট জেলায় ১৩৫০ মেগাওয়াট রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানের কাজ অনেকদূর এগিয়েছে। এটি চালু হলে আপনাদের বাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে।
তিনি আরও বলেন, যশোরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদনের সাহিত্যকৃতির কথা শুনে আমি মুগ্ধ হয়েছি।

বৃহস্পতিবার মশিয়াহাটি আঞ্চলিক যুব সংঘ আয়োজিত ৫১ খন্ড কালী পূঁজার সমাপনী অনুষ্ঠানের ফাল্গুন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ও যশোর রামকৃঞ্চ আশ্রমের অধ্যক্ষ জ্ঞানপ্রকাশনান্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি, সহকারি পুলিশ সুপার (মণিরামপুর-সদর) জামাল আল নাসের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক ফারুক হোসেন, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে মশিয়াহাটি বাবা বৌদ্ধনাথতলা মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে ১৭ লাখ টাকা এবং কোনাখোলা ও চাঁন্দারডাঙ্গা মহাশ্মশানের মন্দির কমপ্লেক্সের জন্য ৬ লাখ ৮৫ হাজার টাকার চেক প্রদান করেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। এছাড়াও তিনি চান্দারডাঙ্গা মহাশ্মশানের সীমানা প্রাচীরের নির্মান কাজের উদ্বোধন করেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী