‘বাংলাদেশে যড়যন্ত্রের অভাব নেই, আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর’ : স্বরাষ্ট্রমন্ত্রী
সাতক্ষীরার দেবহাটা উপজেলার নব-নির্মিত থানা ভবন উদ্ভোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
৩১মার্চ শনিবার দুপুরে ফলক উন্মোচন করে ভবনটি উদ্বোধন করেন তিনি। এ সময় দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।
মন্ত্রী দেবহাটা থানার নব-নির্মিত ভবন ও পুলিশ নারী ব্যারাক ঘুরে দেখেন। ৬ কোটি ৩৮ লাখ ২০ হাজার ৯১৬ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
এ উপলক্ষে দেবহাটা হাইস্কুল মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন- ‘জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনী কাজ করে যাচ্ছে। ২০১৩-১৪সালে সাতক্ষীরাকে সন্ত্রাসী জনপদে পরিণ করেছিলো জামাত-বিএনপি। আইন-শৃংখলা বাহিনীর তৎপরতায় সাতক্ষীরা জেলা আজ শান্তির জনপদে পরিণত হয়েছে।’
তিনি আরো বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে রোল মডেলে রূপ নিয়েছে। আজকের উন্নয়নশীল বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে উন্নত দেশে রূপ নেবে।’
অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স.ম জগলুল হায়দার, সংরক্ষিত আসনের এমপি মিসেস রিফাত আমিন, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, সাতক্ষীরার জেলা প্রশাসক ইফতেখার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন- ‘কোর্টের নির্দেশে তিনি (খালেদা জিয়া) জেলে অবস্থান করছেন। জেল কোড অনুযায়ী তার যে সকল সুযোগ সুবিধা পাওয়া দরকার তাকে সব দেওয়া হচ্ছে। তিনি (খালেদা জিয়া) জানিয়েছিলেন অসুস্থ বোধ করছেন। তার অনুরোধে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেছেন। ডাক্তার জানিয়েছেন তিনি আগের রোগে ভুগছেন। নতুন কোনো রোগ তার মধ্যে পাওয়া যায়নি। খালেদা জিয়ার কোনো গুরুতর সমস্যার কথা আমরা শুনিনি যার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। খালেদা জিয়া বিদেশে পাঠানোর মতো অসুস্থ হয়নি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যড়যন্ত্রের অভাব নেই। আমরা কখনও বলিনি আমরা জঙ্গি একেবারে নির্মূল করেছি। যড়যন্ত্র এখনও চলছে। অনেকে জঙ্গিবাদের উত্থানের চেষ্টা চালাচ্ছেন কিন্তু এদেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পছন্দ করে না। তাদের আশ্রয় প্রশ্রয় দেয় না। সে জন্য আর কখনও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছে।’
তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স দেখাচ্ছে। খুব দ্রুত মাদক আইন সংশোধন করা হবে এবং গণমাধ্যমে মাদক ব্যবসায়ী এবং গডফাদারদের ছবি প্রকাশ করে তাদের সামাজিকভাবে বয়কটের ব্যবস্থা করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘১৯৭৮ সাল থেকে রোহিঙ্গাদের নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। এই সমস্যার স্থায়ী সমাধান চাইলে কফি আনান কমিশন ও আমাদের প্রধানমন্ত্রীর ৫ দফার কথা বলেছেন জাতিসংঘে। সেই মোতাবেক সমস্যার সমাধান না করলে স্থায়ী সমাধান হবে না। রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং তাদের স্বারাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলা হয়েছে। খুব দ্রুত সমস্যাটির সমাধান হবে।’
তিনি আরও বলেন, ‘সুন্দরবনে দস্যুতা দমনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। আর আগে একাধিক বাহিনী আত্মসমর্পণ করেছে। পর্যায় ক্রমে সুন্দরবনের সকল বাহিনীকে আত্মসমর্পণ করে সেখানে পুরোপুরি শান্তি ফিরিয়ে আনা হবে।’
পরে দেবহাটা উপজেলার দেবীশহর মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় অংশগ্রহন করেন।
আ.লীগের সমাবেশে আগামি নির্বাচনে নৌকাকে ভোট দেয়ার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন- ‘আবারো নৌকায় ভোট দিন, উন্নয়ন আর সমৃদ্ধশীল বাংলাদেশ উপহার দেবো।’
ওই সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্রমন্ত্রী দেবহাটা ফুটবল মাঠে আসেন।
পরে তিনি নলতার খাঁন বাহাদুর আহছানউল্লাহ (রঃ) মাজার জিয়ারত সহ দুপুরে মধ্যহ্নভোজ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবন ঘুরবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বৃটিশ শাসনামলে তৈরী দেবহাটা থানার পূর্বের ভবনটি জরাজীর্ন হওয়ার কারনে গত ২০১৪ সালে ঐ ভবনটি সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে বিক্রি করে দেয়া হয়।
সূত্র মতে জানা গেছে, নতুন ভবন ও প্রাচীর নির্মান বাবদ ৬ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার ৯ শত ১৬ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি করার জন্য যশোরের বিশ্বাস বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দায়িত্ব পায়। গত ২০১৪ সালের ৯ নভেম্বর তারিখে থানা ভবনটি তৈরীর জন্য কাজের ওয়ার্ক অর্ডার দেয়া হয়। আর কাজটি শুরু করা হয় ২০১৫ সালের ৮ মার্চ। নতুন ভবনটি তৈরীর কাজ শেষ হয়ে গেছে।
দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানিয়েছেন- ‘মন্ত্রী মহোদয়ের আগমনকে কেন্দ্র করে একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
কখনো বলিনি জঙ্গি পুরোপুরি নির্মূল হয়ে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আর কখনো জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, আমরা কখনো বলিনি যে দেশ থেকে জঙ্গি পুরোপুরি নির্মূল হয়ে গেছে। এ দেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাস পছন্দ করে না। তবে আমাদের নিরাপত্তা বাহিনী জঙ্গিদমনে যথেষ্ট সজাগ। বর্তমানে যে অভিযান চলছে তাতে তাদের মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ নেই।
শনিবার সাতক্ষীরার দেবহাটায় নতুন থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় বিভিন্ন ইস্যুতে কথা বলেন আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কফি আনান কমিশন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ দফা বাস্তবায়ন করতে হবে। এর ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে বলেও মনে করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতের নির্দেশে কারাগারে আছেন এবং তিনি সুস্থ আছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে খালেদা জিয়া কিছু প্রায় স্থায়ী ধরনের রোগে (ক্রনিক রোগ) ভুগছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া বিএনপির প্রধান কারাবিধি অনুযায়ী প্রাপ্য সব সুযোগ পাচ্ছেন বলেও সাংবাদিকদের জানান মন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের সর্বাত্মক অভিযান অব্যাহত আছে। কোনো ভাবেই মাদককে ছাড় দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, যারা মাদক কারবারের সঙ্গে জড়িত তাদের ছবি দিয়ে সংবাদপত্রে নাম পরিচয় প্রকাশ করা হবে। এর মাধ্যমে সবাই মাদক ব্যবসায়ীকে চিনতে পারবেন বলে মনে করেন তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন
সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন