বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বর্ণিল আয়োজনে কলারোয়ায় শুরু হলো উন্নয়ন মেলা

‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’- শীর্ষক স্লোগানে সারাদেশের ন্যায় কলারোয়াতেও শুরু হলো ৩দিন ব্যাপী উপজেলা উন্নয়ন মেলা।

বৃহষ্পতিবার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল পৌনে ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিটিভি লাইভ এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশ একযোগে জেলা এবং উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় বিভিন্ন জেলার তৃনমূল জনগনের সরাসরি প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পরপরই উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা ও এনজিও প্রতিষ্ঠানসহ মোট ৪০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে সরকারের সাফল্য, উন্নয়ন ও উদ্যোগ বিষয়ক প্রদর্শনী তুলে ধরা হয়। যাতে কৃষি, শিল্প, খাদ্য, যোগাযোগ, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, বিনোদনসহ নানা বিষয়ে সরকারের সাফল্যের সংবাদ সাধারণ জনসাধাণের দৃষ্টি আকর্শন করেছে। একনজরে মানুষ দেখতে ও জানতে পারবেন তার উপজেলার চিত্র।

এছাড়াও মেলায় একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প এবং গ্রামীণ মোবাইল ফোন কোম্পানীর একটি স্টল থেকেও উপস্থিত দর্শনার্থীদের সেবা প্রদান করা হচ্ছে।

১১ থেকে ১৩ জানুয়ারী সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলার আয়োজন মালা।

উন্নয়ন মেলার প্রদর্শনীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১-এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা, গৌরব অর্জনের সাফল্য এবং বাস্তবায়নে করণীয় বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরা হয়।
এছাড়া মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে থাকছে সরব প্রচারণা। প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের সফলতা সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রচার চালানো হচ্ছে মেলায়। এমডিজি অর্জনে সাফল্য, টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা কার্যক্রমের প্রচার, নাগরিক সেবায় উদ্ভাবন ও ডিজিটালাইজেশন বিষয়ে অডিও-ভিডিও প্রদর্শনী ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

বর্ণাঢ্য সকল আয়োজনে ও শোভাযাত্রায় অংশ নেন এবং মেলার স্টল সমূহ পরিদর্শন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ, ইউপি চেয়ারম্যানগন শামসুদ্দিন আল মাসুদ বাবু, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আব্দুল হামিদ সরদার, মাহবুবুর রহমান মফে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা কৃষি কর্তকর্তা মহাসীন আলী, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, সমবায় কর্মকর্তা নওশের আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, এলজিইডি’র প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশলী ছরোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সনজীব দাস, আনছার ভিডিপি কর্মকর্তা মনোয়ারা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বজলুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা মুনকাছিম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান প্রমুখ।

এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ বর্ণিল এ সকল আয়োজনে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা